Thank you for trying Sticky AMP!!

২১ বছর পর ‘মিস ইউনিভার্স’ পেল ভারত

নতুন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু

‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেল ভারত। এবারও খেতাবটি জিতলেন এক পাঞ্জাবি রূপসী। এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। আর ১৯৯৪ সালে খেতাবটি পেয়েছিলেন বাঙালি সুস্মিতা সেন। হারনাজ তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতলেন।

হারনাজ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী

রোববার দিবাগত রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ।

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি। হারনাজের মা গাইনি চিকিৎসক। তাঁর অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে। হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন। এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাফল্য উদ্‌যাপন করছেন ভক্তরা।