১৯৭৯ সালের আজকের দিনে তৎকালীন মাদ্রাজে জন্ম তাঁর। বাবা প্রভাস উপ্পলাপতি শুরিয়ানারায়ণ চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা কৃষ্ণাম রাজু তাঁর মামা। বড় হয়ে ছেলেটি হয়ে উঠেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। জনপ্রিয় এই অভিনেতা ৪৩-এ পা দিয়েছেন আজ। জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে নানা তথ্য—
