এই তারকার পেছনে ১ হাজার কোটি রুপি বিনিয়োগ হয়েছে

১৯৭৯ সালের আজকের দিনে তৎকালীন মাদ্রাজে জন্ম তাঁর। বাবা প্রভাস উপ্পলাপতি শুরিয়ানারায়ণ চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা কৃষ্ণাম রাজু তাঁর মামা। বড় হয়ে ছেলেটি হয়ে উঠেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। জনপ্রিয় এই অভিনেতা ৪৩-এ পা দিয়েছেন আজ। জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে নানা তথ্য—

চলচ্চিত্র পরিবারে জন্ম হলেও অভিনয় করার ইচ্ছা কখনোই ছিল না তাঁর। খেতে ভালোবাসতেন। সবচেয়ে পছন্দ মুরগির মাংস ও বিরিয়ানি। ভেবেছিলেন বড় হয়ে যুক্ত হবেন হোটেল ব্যবসায়। কিন্তু নিয়তি তাঁকে শেষ পর্যন্ত চলচ্চিত্রেই নিয়ে আসে
ছবি : সংগৃহীত
২০০২ সালে ‘এশওয়ার’ দিয়ে ক্যারিয়ার শুরু। সে হিসেব চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করেছেন অভিনেতা
২০০৫ সালে এস এস রাজামৌলি পরিচালিত ‘ছত্রপতি’ সিনেমায় অভিনয় করেন। কে জানত, পরে এই পরিচালকের হাত ধরেই বিশ্বজুড়ে পরিচিত পাবেন তিনি
২০০৯ সালে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে ‘এক নিরঞ্জনা’ ছবিতে অভিনয় করেন। সেই ছবি করতে গিয়ে কঙ্গনার সঙ্গে প্রচণ্ড মনমালিন্য হয় এই অভিনেতার। সেটা এতটাই যে দুজনের কথা পর্যন্ত বন্ধ ছিল। পরিচালক তাদের বুঝিয়ে–সুজিয়ে কোনোরকমে শুটিং শেষ করেন
আলোচিত এই অভিনেতা প্রভাস। মোটাদাগে তাঁর ক্যারিয়ারকে দুই ভাগে ভাগ করা যায়—‘বাহুবলি’র আগে ও ‘বাহুবলি’র পরে। ২০১৫ সালে এস এস রাজামৌলির সঙ্গে ‘বাহুবলি : দ্য বিগিনিং’-এর আগে প্রভাস ছিলেন দক্ষিণ ভারতে পরিচিত এক অভিনেতা। কিন্তু ছবিটি মুক্তির পর ভারত তো বটেই প্রভাস হয়ে ওঠেন সারা দুনিয়ার পরিচিত এক তারকা
‘বাহুবলি’র আগে ২০১৪ সালে একটি হিন্দি ছবিও করেছেন প্রভাস। ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিতে অবশ্য অতিথি চরিত্র ছিল তাঁর
‘বাহুবলি’র জন্য প্রায় ৩০ কেজি ওজন বাড়িয়েছিলেন প্রভাস। ছবিটির জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অবিহিত করেন তিনি
প্রভাস একই সময়ে একাধিক ছবির শুটিং করেন না। পাঁচ বছরের ৬০০ দিন তিনি কেবল ‘বাহুবলি’র দুই কিস্তিরই শুটিং করেছেন
হিন্দি সিনেমা বিশেষ করে পরিচারক রাজকুমার হিরানির পাড় ভক্ত প্রভাস। তাঁর ‘মুন্না ভাই এমবিবিএস’ দেখেছেন বিশবারেরও বেশি
প্রভাসের হাতে এখন বড় বাজেটের তিন সিনেমা—‘আদিপুরুষ’, ‘সালার’ ও ‘প্রজেক্ট কে’। সব মিলিয়ে তিন ছবির বাজেট ১ হাজার কোটি রুপির বেশি। জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পেয়েছে নতুন পোস্টার