Thank you for trying Sticky AMP!!

সন্তান আজাদের সঙ্গে আমির খান ও কিরণ রাও। এএনআই

গর্ভপাত, মাতৃত্বের কঠিন যাত্রা নিয়ে মুখ খুললেন কিরণ

কিরণ রাও এখন আলোচনায় তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘লাপাতা লেডিস’ দিয়ে। সমালোচকেরা দারুণভাবে পছন্দ করেছেন সিনেমাটি।

কিরণ রাও। এএনআই

তবে ভারতীয় গণমাধ্যম জুমের সঙ্গে সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে অজানা তথ্য জানিয়েছেন কিরণ। আমির খানের সাবেক স্ত্রী জানান, গর্ভপাতের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

কিরণ বলেন, ‘যে বছর “ধোবি ঘাট” তৈরি হয়েছিল, সে বছরই আজাদের জন্ম। আমি অনেক চেষ্টা করেছি সন্তান নিতে। পাঁচ বছরে আমার একাধিক গর্ভপাত হয়েছিল। বেশ কিছু ব্যক্তিগত ও শারীরিক সমস্যা ছিল।

কিরণ রাও ও আজাদ। এএনআই

বুঝতে পেরেছিলাম, আমার শরীরের জন্য সন্তান ধারণ করা খুবই কঠিন। তখন আমি সত্যিই সন্তান নিতে আগ্রহী ছিলাম। তাই যখন আজাদের জন্ম হয়েছিল, তখন তা ছিল আমার কাছে বিশেষ মুহূর্ত।’

২০১১ সালে আজাদের জন্ম। সারোগেসির মাধ্যমে মা হন কিরণ। বর্তমানে তাঁরা আলাদা হয়ে গেলেও ছেলের অভিভাবকত্ব পালন করছেন যৌথভাবেই।

Also Read: অ্যাকশন নয়, ভালো গল্প-ই মানুষকে সিনেমা হলে বেঁধে রাখবে: আমির খান

ছেলের সম্পর্কে কথা বলতে গিয়ে কিরণ আরও জানান, ‘আজাদকে পেয়ে আমার খুব ভালো লেগেছিল। সেই বছরগুলো (আজাদের বেড়ে ওঠা) ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ১০ বছরে কোনো ছবি করতে না পারার জন্য আমি কখনোই দুঃখ করব না। আমার কোনো দুঃখ নেই; কারণ, আমি সেই সময়কে পুরোপুরি উপভোগ করেছি।’

কিরণ সাক্ষাৎকারে কথা বলেন সারোগেসি নিয়েও। তিনি বলেন, ‘এটি একটি ব্যক্তিগত ব্যাপার। যে স্বাভাবিকভাবে সন্তান নিতে পারছে না, সে–ই সন্তানের জন্য অন্য কারও গর্ভ ভাড়া করছে। আমরা জানতাম যে তারকা হওয়ার কারণে আমাদের এ সম্পর্কে প্রশ্ন করা হবে। তাই আমরা এ সিদ্ধান্তকে কখনোই লুকিয়ে রাখতে চাইনি।’