চরিত্রের জন্য একটি কাজ ছাড়া সব করতে রাজি নার্গিস

শিগগিরই ‘টাটলুবাজ’ দিয়ে ওটিটিতে অভিষেক হবে নার্গিস ফাকরির। তবে ওয়েবে কাজের ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন অভিনেত্রী। কী সেটা? হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে সেটাই জেনে নেওয়া যাক।
ওয়েব এখন নানা ধরনের নারী চরিত্র দেখা যায়। নিরীক্ষাধর্মী যেকোনো চরিত্রে অভিনয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান নার্গিস
ইনস্টাগ্রাম থেকে
তবে চরিত্রের প্রয়োজনে কখনোই পর্দায় নগ্ন হবেন না বলেও জানান নার্গিস। তিনি বলেন, ‘আমি কখনোই নগ্ন হতে পারব না। এতে আমার সমস্যা আছে’
সাক্ষাৎকারে নার্গিস আরও জানান, আবেদনময়ী বা যৌনতা নিয়ে নির্মিত সিরিজে অভিনয়ে আপত্তি নেই তাঁর। কিন্তু কখনোই নগ্ন হতে পারবেন না
‘রকস্টার’ দিয়ে হিন্দি সিনেমায় দারুণ অভিষেক হলেও পরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন নার্গিস। সম্প্রতি ভারতে ফিরে আবার ব্যস্ত হয়েছেন কাজে। সামনে তাঁকে দেখা যাবে বিভিন্ন ভাষার সিনেমা ও সিরিজে