বলিউডে ২০২৬ সালটা হতে পারে জেন–জির বছর। কারণ, নতুন বছরে যাঁরা রুপালি পর্দায় প্রভাব ফেলবেন বলে ভাবা হচ্ছে, তাঁদের বড় একটা অংশই নবীন—বেশির ভাগই আবার ফিল্মি পরিবারের সন্তান। নতুন প্রজন্মের এই মুখগুলোকে ঘিরে ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
সুহানা খান
২০২৬ সালের নতুন মুখদের তালিকায় সবার আগে উচ্চারিত হচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের নাম। এ বছরই অ্যাকশন-ড্রামা ছবি কিং-এ বাবার সহ-অভিনেত্রী হিসেবে বড় পর্দায় তাঁর অভিষেক হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। জানা গেছে, ছবিতে সুহানা একজন দক্ষ শুটার। চরিত্রের প্রয়োজনে লন্ডনে পেশাদার প্রশিক্ষকদের কাছ থেকে অ্যাকশন–স্টান্টের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ছবিতে তাঁর গুরুর ভূমিকায় থাকবেন শাহরুখ খান।
২০২৩ সালে নেটফ্লিক্সের দ্য আর্চিস–এর মাধ্যমে ওটিটিতে সুহানার অভিষেক হয়েছিল, তবে বড় পর্দায় কিং–ই হবে তাঁর প্রথম ছবি।
অগস্ত্য নন্দা ও সিমর ভাটিয়া
নতুন বছরেই বড় পর্দায় আসছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। শ্রীরাম রাঘবন পরিচালিত ইক্কিস ছবির মাধ্যমে রুপালি পর্দায় তাঁর অভিষেক হবে। ছবিতে পরমবীর চক্রপ্রাপ্ত মেজর অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অগস্ত্যও সুহানার মতো দ্য আর্চিস–এ অভিনয়ের মধ্য দিয়ে ওটিটিতে প্রথম কাজ করেছিলেন।
ইক্কিস দিয়ে অভিনেত্রী সিমর ভাটিয়ারও বলিউড অভিষেক হচ্ছে। নবাগত এই অভিনেত্রী অক্ষয় কুমারের ভাগনি। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইক্কিস।
যশবর্ধন আহুজা
বলিউড অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা শিগগিরই একটি রোমান্টিক ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। দক্ষিণ ভারতীয় নির্মাতা সাই রাজেশ ছবিটি পরিচালনা করছেন। আশা করা হচ্ছে, ২০২৬ সালেই এটি মুক্তি পাবে।
মেধা রানা
বড় বাজেটের জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ছবির মাধ্যমে আসছেন অভিনেত্রী মেধা রানা। ১৯৯৭ সালের ব্লকবাস্টার বর্ডার–এর সিকুয়েল বর্ডার ২–এ তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং। ছবিতে বরুণ–মেধা ছাড়াও অভিনয় করছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মোনা সিং, অন্যা সিং ও সোনম বাজওয়া।
২০২২ সালে ক্রাইম–থ্রিলার ওয়েব সিরিজ লন্ডন ফাইলস দিয়ে অভিনয়ে নাম লেখান মেধা। সিরিজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর তাঁকে দেখা গেছে নেটফ্লিক্সের ফ্রাইডে নাইট প্ল্যান–এ, যেখানে তাঁর সহ–অভিনেতা ছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান। বিজ্ঞাপনচিত্রেও তিনি নজর কাড়েন।
২০২৬ সাল কি তবে জেন-জির বলিউড বছর হয়ে উঠবে? সে উত্তর দেবে বড় পর্দা।