উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর পেয়েও স্নাতক শেষ করতে পারেননি...

স্কুলে থাকতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ১৯৭৩ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী। ১ নভেম্বর জন্ম নেওয়া এই বলিউড অভিনেত্রী আজ পা দিয়েছেন ৪৯ বছরে। এই বয়সেও তাঁর জনপ্রিয়তা কম নয়। সবশেষ তাঁর অভিনীত সিনেমা ‘পোন্নিইন সেলভান ১’ সুপারহিট হয়েছে। জন্মদিনে জেনে নেই এই বলিউড অভিনেত্রীর কিছু অজানা তথ্য।

তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থী। প্রতি ক্লাসে প্রথম হতেন। ব্যতিক্রম হয় শুধু দশম শ্রেণিতে। প্রথমবারের মতো দ্বিতীয় হন তিনি
ছবি : সংগৃহীত
উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এত মেধাবী শিক্ষার্থী হয়েও তিনি স্নাতক শেষ করতে পারেনি
স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে স্নাতকে ভর্তি হলেও মডেলিংয়ের জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন
ক্লাস নাইনে পড়ার সময়ই একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি আর কেউ নন ঐশ্বরিয়া রাই বচ্চন
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব পান। খেতাব পাওয়ার আগেই তিনি চারটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন
প্রথম তিনি ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পান, যা তিনি ফিরিয়ে দিয়েছিলেন
ঐশ্বরিয়ার প্রিয় শখগুলোর একটি হলো ঘড়ি সংগ্রহ করা। অনেক ধরনের ঘড়ি আছে তাঁর সংগ্রহে
নারীরা গয়না অনেক পছন্দ করেন। কিন্তু ঐশ্বরিয়া একদমই পছন্দ করেন না গয়না
সহ–অভিনেতাদের মধ্যে রজনীকান্ত তাঁর প্রিয় অভিনেতা। তাঁর সঙ্গে করা কাজকে তিনি তাঁর সেরা অভিজ্ঞতা হিসেবে স্মরণ করেন
তাঁর একটা শখ রয়েছে। তাঁকে নিয়ে লেখা সংবাদগুলো তিনি সংগ্রহে রাখেন
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ সিনেমা অভিনয় করেন। ছবিটিতে তাঁকে দেখা যায় বিনোদিনীর চরিত্রে। বাংলা সিনেমা করলেও ডাবিং অবশ্য তিনি করেননি। তাঁর চরিত্রটিতে কণ্ঠ দেন শ্রীলা মজুমদার