তাহিরা কশ্যপ। ইনস্টাগ্রাম থেকে
তাহিরা কশ্যপ। ইনস্টাগ্রাম থেকে

ক্যানসারের সঙ্গে আবার লড়াই, তাহিরা প্রস্তুত ‘৩.০’ নিয়ে

জীবনযুদ্ধে আবার তাহিরা কশ্যপ। ক্যানসারের মতো ব্যাধির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবনের মূল স্রোতে ফেরার লক্ষ্যে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে তাহিরা নিজের জীবন ও কাজে ফেরার কথা জানিয়েছেন।
কিছুদিন আগে লেখক ও পরিচালক তাহিরা কশ্যপ জানিয়েছিলেন যে আবার স্তন ক্যানসার তাঁর জীবনে ফিরে এসেছে। ক্যানসারের সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধে নেমেছেন এই তারকা-পত্নী। এবারও তাহিরা তাঁর মনোবল হারাননি এবং ‘৩.০’ নাম দিয়ে তিনি তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ইনস্টাগ্রামে ‘লাইফ আপডেট’ শীর্ষক এক আবেগপ্রবণ পোস্টে তাহিরা লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও সবার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই। এই কঠিন সময় না এলে আমি ভালোবাসাকে উপলব্ধি করতে পারতাম না। আমাকে আরও উন্নত করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

আবার কাজে ও জীবনের দৌড়ে ফিরতে পেরে দারুণ খুশি তাহিরা। এই পোস্টে তিনি তাঁর ল্যাপটপের স্ক্রিনের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে আয়ুষ্মান খুরানা

তাহিরা এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি আবার চিত্রনাট্য লেখার প্রস্তুতি নিচ্ছেন। ইনস্টাগ্রাম পোস্টের একদম শেষে তারকা-পত্নী লিখেছেন, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।’
তাহিরার এই পোস্ট ঘিরে ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। একজন লিখেছেন, ‘আপনি অনেক সাহসী।’ আর একজনের মন্তব্য, ‘আপনি নিজের প্রতি খেয়াল রাখুন, আর জলদি সুস্থ হয়ে উঠুন।’ আর এক ইউজার লিখেছেন, ‘টেনশন করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র নিজের খেয়াল রাখুন।’ নেট জনতার এই ধরনের নানা মন্তব্য তাহিরার মনোবল বেড়েছে।

২০১৮ সালে প্রথমবার তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কশ্যপ। সেই সময় জীবনের প্রতি তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মানসিক জোর সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছিল। ৭ এপ্রিল তাহিরা জানান যে নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করে জানতে পেরেছেন যে তিনি আবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ২০২৪ সালে হিন্দি ছবির দুনিয়ায় পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন তাহিরা। ছবির নাম ছিল ‘শর্মাজি কি বেটি’। এই কমেডিধর্মী ছবির গল্প তাহিরা নিজেই লিখেছিলেন। ‘শর্মাজি কি বেটি’ ছবির মূল চরিত্রে ছিলেন সাক্ষী তানওয়ার, দিব্যা দত্ত ও সাইয়ামি খের।