সঞ্জয় দত্তকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। এক অনুরাগী মৃত্যুর আগে তাঁর সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে! নিশা পাতিল নামের ওই নারী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। তাই নিজের ৭২ কোটি রুপির সম্পত্তি লিখে দিয়ে গেলেন অভিনেতার নামে। অথচ জীবদ্দশায় নিশা নাকি কখনো সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি। বরাবরই পর্দায় দেখে এসেছেন অভিনেতাকে। খবর মিড ডের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। তবে এটি ২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই অনুরাগী ৭২ কোটি রুপির সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে গিয়েছেন জেনে অবাক হয়ে গিয়েছিলেন সঞ্জয়।
মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা পাতিল জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগেই তাই নিজের সব সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে দিতে একাধিকবার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়।
তবে কোটি কোটি টাকার সম্পত্তি তাঁর নামে অনুরাগী লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয় নিজে।
স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাতিলকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না। পুরো পরিস্থিতিতে তিনি অবাক হয়েছেন মাত্র। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়েছিলেন, এই ৭২ কোটি রুপির সম্পত্তি নেওয়ার কোনো উদ্দেশ্য নেই অভিনেতার।
সঞ্জয় সেই সময়ে বলেছিলেন, ‘আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই না। পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি মাত্র।’ চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ১৩৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।