
আত্মজীবনী লিখলে নিশ্চিতভাবেই ২০২১ সাল নিয়ে আলাদা অধ্যায় বরাদ্দ রাখবেন সামান্থা রুথ প্রভু। গত বছর ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় কিস্তি ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম গান যে তাঁর ক্যারিয়ারের গতিপথই বদলে দিয়েছে। দক্ষিণ ভারত তো বটেই, হিন্দি সিনেমার প্রযোজক-পরিচালকদের অন্যতম কাঙ্ক্ষিত অভিনেত্রী এখন সামান্থা। নিজের জনপ্রিয়তা যে বেড়েছে, সেটা ভালোই জানেন অভিনেত্রী। সুযোগ বুঝে বাড়িয়ে দিয়েছেন পারিশ্রমিকও। সেটা এতটাই যে দক্ষিণের বড় তারকাদের একজন এনটিআর জুনিয়রের সঙ্গে ছবির প্রস্তাবও ফিরিয়েছেন মনমতো পারিশ্রমিক না পাওয়ায়।
সামান্থা ও এনটিআর আগে ‘জনতা গ্যারেজ’, ‘রাভাসা’র মতো ছবি করেছেন। দুই তারকার ভক্তরা আবারও তাদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন। পরিচালক কোরাতালা শিবাও তেমনটা ভেবেছিলেন। এনটিআর ও সামান্থাকে নিয়ে ছবির পরিকল্পনা অনেকটাই এগিয়ে নিয়েছিলেন। সব ভেস্তে গেছে পারিশ্রমিক ইস্যুতে সামান্থা বেঁকে বসায়।
ভারতের অনলাইন সংবাদপত্র গুলতিডটকমকে ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, সামান্থাকে আড়াই কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নিজের চার কোটি পারিশ্রমিকের দাবিতে তিনি অনড় ছিলেন। সামান্থার এই অনড় অবস্থানে অবাক ছবির পরিচালকও। সূত্রটি জানিয়েছে, পারিশ্রমিক নিয়ে সামান্থাকে কখনোই এমন কঠোর অবস্থানে দেখা যায়নি।
ছবির পরিচালক বা সামান্থা এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘পুষ্পা’র আইটেম গানের সাফল্যের পর সামান্থা যে পারিশ্রমিক বাড়িয়েছেন, সেটা নিয়ে আগে অনেকবারই খবর হয়েছে। সাম্প্রতিক সময়ে অবশ্য নানা কারণে সামান্থাকে বেশ কটি ছবি ছাড়তে হয়েছে। যার মধ্যে অন্যতম এস এস রাজামৌলির ‘আরআরআর’। পারিশ্রমিক জটিলতা নয়, ছবিটি সামান্থা ছাড়েন শিডিউল জটিলতায়।