স্বচ্ছ শাড়িতে বৃষ্টিভেজা দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বলেছিলেন টুইঙ্কল

‘রাম তেরি গঙ্গা ম্যাইলি’ ছবিতে মন্দাকিনী
ছবি : সংগৃহীত

১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘রাম তেরি গঙ্গা ম্যাইলি’ ছবির মন্দাকিনীর একটি গান নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। রাজ কাপুর পরিচালিত ছবির একটি গানে মন্দাকিনীকে দেখা গিয়েছিলেন স্বচ্ছ শাড়িতে ঝরনার জলে ভিজতে। এত দিন পর গানটি নিয়ে আলোচনার হেতু টুইঙ্কল খান্না। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তিনিও মন্দাকিনীর মতো পোশাকে পর্দায় হাজির হওয়ার প্রস্তাব পেয়েছিলেন।

‘ভোগ’ ম্যাগাজিনের ফটোশুটে টুইঙ্কল খান্না

নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী ওয়াহিদা রেহমানের সঙ্গে একটি আলাপচারিতায় অংশ নেন টুইঙ্কল খান্না। সেখানে টুইঙ্কল কথা প্রসঙ্গে বলেন, ‘একবার সাদা কুর্তা পরে একটি বৃষ্টির গানের দৃশ্যে শুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলাম। তখন পরিচালক আসেন। যিনি গুরু দত্তের মতো শাল জড়িয়ে থাকতেন। তিনি বলেন, “তোমাকে যদি মন্দাকিনীর মতো করতে বলি, কী বলবে?”’

প্রশ্ন শুনেই টুইঙ্কল উত্তর দেন, ‘না’। পরে আরও বলেন, ‘আপনি তো আর রাজ কাপুর নন।’ টুইঙ্কল জানান, এ আলাপচারিতার পর ওই পরিচালক আর তাঁর সঙ্গে কথা বলেননি।

অভিনেত্রী অবশ্য ওই পরিচালকের নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে, ওই পরিচালক হলেন ধর্মেশ দর্শন যাঁর ‘মেলা’ ছবিতে অভিনয় করেন টুইঙ্কল খান্না, যেখানে একটি বৃষ্টিভেজা গানের দৃশ্যে দেখা যায় টুইঙ্কল খান্নাকে।

‘মেলা’ ছবিতে আমির খান ও টুইঙ্কল খান্না

২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’র পর টুইঙ্কলের চলচ্চিত্র ক্যারিয়ার আর খুব একটা এগোয়নি। ২০০১ সালে সবশেষ বড় পর্দায় দেখা যায় তাঁকে।

অভিনয় ছাড়ার পর অবশ্য লেখক হিসেবে নাম কামান টুইঙ্কল। নিয়মিতই কলাম লেখেন। এ ছাড়া বই প্রকাশের পর সেটিও পাঠকপ্রিয়তা পেয়েছে।