
তাঁকে দেখলে কেই–বা বলবে বয়স ৫০! একটু অবাক লাগলেও আজ সত্যি সত্যিই ৫০–এ পা রাখলেন শিল্পা শেঠি। বলিউডের ফিটনেস–ফ্রিক হিসেবে পরিচিত এই তারকা দীর্ঘ ক্যারিয়ারে কম বিতর্কে জড়াননি। তাঁর জন্মদিন উপলক্ষে ভোগ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বেন ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ১০ তথ্য—