শৈশব থেকেই ইচ্ছা ছিল মডেলিং করবেন। সেভাবেই সাজগোজ করে চলতেন। কিন্তু পরিবারের কথা ছিল, আগে পড়াশোনা। তবে কলেজে উঠে ভাগ্য সহায় হয়ে দেখা দেয়। একজন ফটোগ্রাফারের নজরে পড়েন। শুরু করেন মডেলিং। পরে তেলেগুর এই মেয়ে হয়েছিলেন শহীদ কাপুরের নায়িকা। বলছি, অভিনেত্রী শেহনাজ ট্রেসারিওয়ালা কথা। আজ তাঁর জন্মদিন। তাঁর নায়িকা হওয়ার কথা জেনে নিতে পারেন ছবিতে।
