ইনস্টা নামের গ্রামে ঝড় তুলেছেন মালবিকা

স্নিগ্ধ সাজে তোলা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মালবিকা মহাননের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হৃদয়পুরবম’ সিনেমার প্রচারে কোচিতে গিয়ে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়পুরবম’–এর প্রমোশনে
মালবিকা মহাননের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
ছবিতে চার দিনের ব্যবধানে ২ লাখ ৭৫ হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে। কমেন্ট পড়েছে এক হাজারের বেশি। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে
এক যুগের ক্যারিয়ারে তাঁকে দেখা গেছে মালয়ালম, হিন্দি, তামিলসহ নানা ভাষার সিনেমায়
এই বছর মুক্তি পাচ্ছে মালবিকা অভিনীত ‘দ্য রাজাসাহেব’। তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রভাস। ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে
২০১৩ সালে দুলকার সালমানের সঙ্গে ‘পাত্তাম পোল’ দিয়ে সিনেমায় অভিষেক। তাঁর অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গ্রেট ফাদার’, ‘পেত্তা’, ‘মাস্টার’ ইত্যাদি