মেট গালায় কিরায়া। রয়টার্স
মেট গালায় কিরায়া। রয়টার্স

অন্তঃসত্ত্বা কিয়ারা মেট গালায়, ভাসছেন প্রশংসার জোয়ারে

গত ফেব্রুয়ারি মাসে বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ঘোষণা দেন, সংসারে নতুন অতিথি আসছে। এর পর থেকেই কিয়ারাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অবশেষে দেখা মিলল তাঁর, অন্তঃসত্ত্বা কিয়ারা হাজির হলেন মেট গালায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

আজ সকালে নিউইয়র্কে অনুষ্ঠিত মেট গালায় হাজির হন বলিউড তারকা কিয়ারা আদভানি। এবারই প্রথম মেট গালায় পাওয়া গেল তাঁকে। এর আগে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা এসছিলেন মেট গালায়। রয়টার্স
অন্তঃসত্ত্বা কিয়ারাকে অভিনন্দান জানিয়েছেন তাঁর ভক্ত থেকে শুরু করে বিনোদন–দুনিয়ার সহকর্মীরা। রয়টার্স
মেট গালায় কিয়ারার পোশাক ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। কালো ও সোনালি রঙের মিশেলে তৈরি পোশাকে ছিল সাদা–কালো বর্ডার দেওয়া টেল। রয়টার্স
কিয়ারা ছাড়াও এবার ভারতীয় তারকাদের মধ্যে মেট গালায় ছিলেন শাহরুখ খান ও দিলজিৎ দোসাঞ্জ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারাকে সবশেষ পর্দায় দেখা গেছে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া দক্ষিণি সিনেমা ‘গেম চেঞ্জার’ ছবিতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এর পর থেকেই কিয়ারা আছেন মাতৃত্বকালীন বিরতিতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে