‘ধুরন্ধর’ সিনেমায় অক্ষয় খান্না। এক্স থেকে
‘ধুরন্ধর’ সিনেমায় অক্ষয় খান্না। এক্স থেকে

পাকিস্তানের রেহমান ডাকাত হতে হবে ছবিতে, শুনে কী বলেছিলেন অক্ষয়

আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’-এ রেহমান ডাকাত চরিত্রে অভিনয় করে এখন আলোচনায় অক্ষয় খান্না। রিলস থেকে শর্টস—সর্বত্রই তাঁর উপস্থিতি। বিশ্বব্যাপী ছবিটির আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানিয়েছেন, ‘ধুরন্ধর’-এ অক্ষয়ের যুক্ত হওয়ার গল্প।

অক্ষয় খান্নার বিনয়ী স্বভাব
অক্ষয় খান্নার অভিনয় নিয়ে দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুগ্ধতা লুকাননি মুকেশ ছাবড়া। তাঁর কথায়, ‘ও ওস্তাদ! একেবারে ইন্টারনেট দখল করে নিয়েছে। ছবি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়া বলতে গেলে অক্ষয় খান্নারই। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স—যেদিকেই তাকান, শুধু ওকেই দেখা যাচ্ছে। মানুষ শুধু ওর এন্ট্রি আর পুরো অভিনয়টা নিয়েই কথা বলছে।’

এই উন্মাদনার মধ্যেও অক্ষয় খান্নার বিনয়ী মনোভাবের কথা উল্লেখ করেন ছাবড়া। তিনি বলেন, ‘এত কিছু যে হবে, সেটা ও নিজেও জানত না। কারণ, মানুষটা কাজ ছাড়া আর কিছুতেই মন দেয় না।’

‘থুরন্ধর’ সিনেমা অক্ষয় খান্না। এক্স থেকে

কীভাবে ‘ধুরন্ধর’-এ এলেন অক্ষয় খান্না? কাস্টিং প্রক্রিয়ার কথা বলতে গিয়ে মুকেশ ছাবড়া জানান, রেহমান ডাকাত চরিত্রটির জন্য শুরুতে একাধিক নাম আলোচনায় ছিল। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমরা অনেক নাম লিখেছিলাম। তারপর ধীরে ধীরে তালিকা ছোট করতে করতে শেষ পর্যন্ত ওর নামেই এসে থামি। এরপর ও কাহিনি শুনতে আসে—একাই আসে। সেটাই ছিল সবচেয়ে সুন্দর ব্যাপার।’

অক্ষয় খান্নার প্রথম প্রতিক্রিয়া
কাহিনি শোনানো শেষ হওয়ার পর অক্ষয় খান্নার প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। সেই মুহূর্তের কথা স্মরণ করে মুকেশ ছাবড়া বলেন, ‘কাহিনি শেষ হওয়ার পর ও আমার দিকে তাকাল, আমি ওর দিকে তাকালাম। তারপর ও বলল, “দারুণ লেগেছে, খুব মজা পেয়েছি।”’

তবে শুধু অভিনয়ের প্রতি ভালোবাসাই নয়, অক্ষয় খান্নার ব্যক্তিত্বের আরেকটি দিক মুগ্ধ করেছে মুকেশ ছাবড়াকে। তিনি জানান, কাহিনি শোনার পর অক্ষয় বলেছিলেন, ‘আজ রাতে গিয়ে স্ক্রিপ্টটা পড়ে দেখি, তারপর কথা বলব।’

এই প্রসঙ্গে মুকেশ ছাবড়া যোগ করেন, ‘ও এমন মানুষ নয়, যে বলবে “আজই পড়ে দেখি” আর তারপর আর কোনো খোঁজই পাওয়া যাবে না। ও এক কথার মানুষ। নিজের সব সিদ্ধান্ত নিজেই নেয়—এই জায়গাটাই ওকে আলাদা করে তোলে।’

ইন্ডিয়াডটকম অবলম্বনে