‘কাজলা গাঁয়ের কাজল মেয়ে’ তিশা অথবা পুনেতে মিম

নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
নিজের পুরোনো এ ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘কাজলা গাঁয়ের কাজল মেয়ে।’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সন্তান ইলহামের জন্মের দেড় বছর আগে থেকে অভিনয়-বিরতিতে আছেন তিশা। সব মিলিয়ে এ অভিনেত্রী অভিনয় থেকে দূরে আছেন প্রায় তিন বছর
ফেসবুক
‘পিতা বনাম পুত্র গং’ নাটকের সেট থেকে ছবিটি শেয়ার করে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘নাজেহাল গরমে, অবস্থা চরমে’
সাদা পোশাকে নিজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলী। এ ঈদে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত দুটি সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’। ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ অভিনেত্রীর বিপরীতে আছেন চিত্রনায়ক শাকিব খান। আর ‘লোকাল’ সিনেমায় বুবলীকে অভিনেতা আদর আজাদের বিপরীতে দেখা যাবে
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর মেয়ের এ ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাবাকে দেশের বাইরে যেতে না দেওয়ার জন্য আমার মেয়ের স্ব–উদ্ভাবিত উপায়—লাগেজের ভেতর ঢুকে বসে থাকা। লাইফ ইজ বিউটিফুল! আলহামদুলিল্লাহ’
দুই কন্যাসন্তানের মা সংগীতশিল্পী আঁখি আলমগীর। বড় মেয়ে আরিয়া আলতাফ ও ছোট মেয়ে সাহিরা আলতাফ। ক্যাপশনে ‘মন ভ্রমরা’ লিখে নিজের দুই মেয়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন আঁখি আলমগীর
ভারতের পুনেতে তোলা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম। সামনে তাঁকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘মিশন হান্টডাউন’-এ