দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী মালবিকা মহানন গতকাল ইনস্টাগ্রামে সাতটি ছবি পোস্ট করেছেন। তাঁকে নিয়ে বিস্তর আলোচনা করছেন অনুরাগীরা। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিগুলো দেখা যাক।
হালকা হলুদ রঙের পোশাকে মোহনীয় ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিলেন এই তারকাগতকাল ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে একটি সাদা রঙের পাখি ও সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন মালবিকা
বিজ্ঞাপন
২১ ঘণ্টার ব্যবধানে ছবিগুলোতে দুই লাখের বেশিবার ‘লাইক’ পড়েছে। ১ হাজার ৭ শর বেশি মন্তব্য জমা পড়েছে
বিজ্ঞাপন
কেউ কেউ লিখেছেন, ‘কী সুন্দর লাগছে আপনাকে।’ কেউ কেউ মালবিকার রূপ–রহস্য জানতে চেয়েছেন২০১৩ সালে দুলকার সালমানের বিপরীতে ‘পাত্তাম পোলে’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে মালবিকারমুক্তির অপেক্ষায় থাকা তামিল সিনেমা ‘রাজা সাব’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে