জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ফেসবুক থেকে
জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ফেসবুক থেকে

দীপিকা, আলিয়া নন—এই অভিনেত্রী আস্ত একটা দ্বীপের মালিক

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত—ব্যক্তিগত জেট, দামি গাড়ির বহর, বিদেশে বাংলো, সবই আছে তাঁদের। তবে তাঁদের মধ্যেও একজন অভিনেত্রী রয়েছেন, যিনি অন্যদের থেকে একধাপ এগিয়ে। বলিউডের একমাত্র নায়িকা হিসেবে তিনি কিনে নিয়েছেন একটি ব্যক্তিগত দ্বীপ! তিনি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট বা ঐশ্বরিয়া রাই বচ্চন নন।

এই অভিনেত্রী আর কেউ নন জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকুলিন বলিউডে ১৫ বছরের বেশি সময় কাজ করছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে চার একরের একটি দ্বীপ কিনেছিলেন তিনি, যার দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার।

জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জানা গেছে, এই দ্বীপে বিলাসবহুল একটি ভিলা তৈরির পরিকল্পনা করেছিলেন জ্যাকুলিন। যদিও সেই ভিলা তাঁর নিজের জন্য নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে, তা স্পষ্টভাবে কখনো জানাননি তিনি। দ্বীপ কেনার পর তিনি সেখানে কী করেছেন বা আদৌ কিছু করেছেন কি না, তা নিয়েও খুব বেশি তথ্য নেই। তবে এটুকু নিশ্চিত, আজও তিনি সেই দ্বীপের মালিক।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে ২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকুলিন, ‘আলাদিন’ ছবির মাধ্যমে। তবে ২০১১ সালে ‘মার্ডার ২’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর ‘হাউসফুল ২’ ও ‘রেস ২’-এর মতো হিট ছবিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।

জ্যাকুলিনকে সবশেষ দেখা গেছে ‘হাউসফুল ৫’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ফেসবুক থেকে