গত বছর বিনোদন অঙ্গনের বেশ কিছু অভিনয়শিল্পী মা হয়েছেন। নতুন বছরের প্রথম দিন তাঁদের জন্য বিশেষ। সন্তানকে নিয়েই এসব মায়েদের এবার অন্য রকম বর্ষবরণ। ছবিতে দেখুন এসব মায়ের বর্ষবরণ।
গত বছরের ৫ জানুয়ারি বাবা–মা হয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এবার তাঁদের প্রথম নতুন বছর। প্রথমবার মেয়ের সঙ্গে নববর্ষের ছবিটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার আমাদের ইলহামের পক্ষ থেকে। ইলহামের বাবা ছবিটি তুলেছেন। তিনি ক্যামেরার পেছনে রয়েছেন।’ ছবি: সংগৃহীতউপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর ১২ মে মা হয়েছেন। তাঁর পুত্রসন্তানের নাম সায়হান জারিব। মারিয়া নূর ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার আর জারিবের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।’ ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
গত ১৮ নভেম্বর ছেলের মা হয়েছেন প্রসূন আজাদ। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে নতুন বছরের প্রথম দিনে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাবা নেই, দাদু নেই, নানু নেই, এখন তোমাকে জ্বালাব। সবার সামনে গুড বয় হয়ে আমি এখন ক্লান্ত। আমাদের পক্ষ থেকে থেকে নতুন বছরের শুভেচ্ছা।’ ছবি: সংগৃহীত