কানের পর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও আমন্ত্রণ পেল রেহানা
কানের পর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও আমন্ত্রণ পেল রেহানা

আরও দুটি সুখবর দিচ্ছে ‘রেহানা’

কানের পর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও আমন্ত্রণ পেল রেহানা। তবে এই দুই উৎসবে ছবিটি শুধু প্রদর্শিত হবে, কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। খবরটি নিশ্চত করেছে ছবির সহপ্রযোজক রাজীব মহাজন।
কাল থেকে শুরু হচ্ছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব। চলবে ২২ আগস্ট পর্যন্ত। করোনার কারণে এবারের উৎসব দুটি পর্বে ভাগ করা হয়েছে। স্ট্রিমিং ও সরাসরি। কাল থেকেই স্ট্রিমিং শুরু। সরাসরি সিনেমা প্রদর্শন শুরু হবে ১৩ আগস্ট, চলবে শেষ দিন পর্যন্ত। ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সরাসরি সিনেমা প্রদর্শনীর কথা থাকলেও দর্শকদের কথা বিবেচনা করে কর্মসূচি সংকুচিত করা হয়েছে।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে বাঁধন

মেলবোর্ন উৎসবের অফিশিয়াল সাইটে দেখা যায়, এশিয়া প্যাসিফিক শাখায় ১৭ ও ২১ আগস্ট রেহানা সরাসরি দেখা যাবে। আর ৫ থেকে ২২ আগস্ট  স্ট্রিমিংয়ে দেখা যাবে। তবে অনলাইনে বাংলাদেশ থেকে দেখা যাবে কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি। সিনেমাটির সহপ্রযোজক রাজীব মহাজন বলেন, ‘রেহানা নিয়ে আমাদের আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেগুলো চূড়ান্ত হলেই জানাব। আপাতত মেলবোর্ন ও বুসানে প্রিমিয়ার—এটা চূড়ান্ত।’
এ ছাড়া ২৬তম বুসান চলচ্চিত্র উৎসব শুরু হবে ৬ অক্টোবর, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সেখানে প্রদর্শনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এই দুই উৎসবে রেহানার আমন্ত্রণের খবর এখনো জানেন না সিনেমাটির প্রধান চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘আমি এখনো কিছুই জানি না। না জেনে অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি না। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এটা বলতে পারবে।’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির একটি দৃশ্য

বাংলাদেশে এই মাসেই সেন্সরে যাবে রেহানা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে সিনেমাটি দেশের হলে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান, এমনটিই জানালেন রাজীব মহাজন। তিনি বলেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির থিয়েটার ও ওটিটি–স্বত্ব বিক্রি করা হয়েছে।

ফিল্ম বুটিকসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমা বিক্রির কথাবার্তা চলছে।
বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। রেহানা পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহম্মদ সাদ। সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।

নিজের অভিনীত রেহানা ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন। ছবি: বাঁধনের সৌজন্যে

একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষিক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। কলেজ সংঘটিত অপ্রত্যাশিত একটি ঘটনা দেখে ফেলে রেহানা। এরপর থেকে সে তার এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে।