১২ ডিসেম্বর সেন্সর সনদ পেয়েছে চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ছবির পরিবেশনা প্রতিষ্ঠান বলছে, দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

বুধবার বিকেলে ছবির পরিচালক রনি ভৌমিক মুক্তির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আগেই ভেবে রেখেছি যে চলতি বছরে ছবিটি মুক্তি দেব। ছবির সেন্সর সনদ পাওয়ার অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি। এরপর মুক্তির তারিখ নিয়ে একটু দ্বিধায় ছিলাম। সেটাও কেটে গেছে। ২৪ ডিসেম্বর মুক্তির বিষয়টি আজই চূড়ান্ত করলাম।’
প্রচার-প্রচারণা ছাড়াই কি হুট করে ছবিটির মুক্তি দেওয়া হচ্ছে? এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘এখনো প্রায় ৯ দিন হাতে আছে। আজ ছবির পোস্টার প্রকাশ করেছি। এখন থেকেই জোরেশোরে প্রচারণায় নামছি। এটা ঠিক যে প্রচারের জন্য দীর্ঘ সময় পেলাম না। তবে আমার বিশ্বাস, কনটেন্ট ভালো লাগলে ছবিটি দেখতে অবশ্যই হলমুখী হবেন দর্শক।’
ছবিটি নিয়ে বেশ আশাবাদী এই পরিচালক। তিনি বলেন, ‘সৃজনশীলতার সঙ্গে নির্মাতার সামাজিক দায়ও থাকা উচিত। এই ছবিটির গল্প এমনই, হলে বসে দর্শক ছবির কোনো কোনো জায়গায় তাঁর নিজেকে খুঁজে পাবেন। এই ছবির গল্প দর্শককে ভাবাবে।’
ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ। এর আগে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তাঁরা। নোভা বলেন, ‘সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’ নোভা আরও বলেন, তিনি কাজের ক্ষেত্রে সহশিল্পীকে বেশ সহযোগিতা করেন।
প্রথম বড় পর্দায় নিজেকে দেখতে রোমাঞ্চিত নোভা। তিনি বলেন, ‘সত্যি কথা বলি, প্রথম ছবি মুক্তিতে কোনো অনুভূতি হচ্ছে না। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এমন অবস্থা হয়েছিল।’
অনেক দিন পরে একটি পারিবারিক গল্পে কাজ করলেন সিয়াম। তিনি বলেন, ‘ছবিটি নিয়ে যদি কোনো দর্শকের মুখে প্রশংসা শুনতে পান, তাহলে অবশ্যই আপনিও ছবিটি দেখতে আসবেন। আমাদের বাংলা সিনেমাকে যদি সমর্থন করেন, ভালোবাসেন, একজন নতুন পরিচালককে যদি উৎসাহিত করতে চান, তাহলে একা আসবেন না, পরিবারের সদস্যদের নিয়ে ছবিটি দেখতে আসবেন। কারণ এটি পরিবারেরই ছবি।’
টফি অরিজিনাল সিনেমা ‘মৃধা বনাম মৃধা’–এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম, মিলন ভট্টাচার্য প্রমুখ।