Thank you for trying Sticky AMP!!

মায়ের সঙ্গে এই ছবিটি ফেসবুকের প্রোফাইল পিকচার বানিয়েছেন ছোট ও বড় পর্দার অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী

তাঁরা তারকাদের মা

আজ মে মাসের দ্বিতীয় রোববার, মা দিবস। দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তাঁর মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে ঘোষণা করেন। আজ বিশেষভাবে মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন বাংলাদেশের রুপালি পর্দার তারকারা। করেছেন মাকে নিয়ে স্মৃতিচারণা। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক মাকে নিয়ে তারকাদের ফেসবুক পোস্টে।
মায়ের কোলে সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাস
সংগীত তারকা বাপ্পা মজুমদার পোস্ট করেছেন এই ছবিটি। ছবিতে মায়ের সঙ্গে ছোট বাপ্পা
ঢালিউড তারকা বাপ্পী চৌধুরী পোস্ট করেছেন এই ছবিটি
মা ও ছোট বোনের সঙ্গে এই ছবিটি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা আমার অভিমানী, অহংকারী বাড়িওয়ালি আম্মু। আমরা তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, বুঝেছ। আম্মু, প্লিজ একটু রাগটা কমাও’
ইরেশ যাকের পোস্ট করেছেন স্ত্রী মীম রশীদ ও কন্যা মেহার এই ছবিটি
ফারজানা ছবি শাশুড়ির সঙ্গে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মা মানে নারকেলের সন্দেশ, তিলের নাড়ু, মাছের ঝোল, চিড়ার মোয়া, নারকেলের শাঁস, আমসত্ত্ব, সাতসকালে দুজন মিলে নোনা ইলিশের ঝালে এক থালা গরম ভাত, রাত জেগে না ফুরোনো গল্প, আরও কত কী’
এই ছবিটি পোস্ট করে নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, ‘মা আমার’
মায়ের সঙ্গে মম
মায়ের সঙ্গে সংগীতশিল্পী মিনার
ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহ্‌জাবীন চৌধুরী পোস্ট করেছেন এই ছবিটি।
ভাইবোনদের সঙ্গে এলিটা করিম
ছবিতে ছোট পর্দার নির্মাতা আশফাক নিপুণ ও তাঁর মা। এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ থেকে ১৬ বছর আগে যদি সুদূর চট্টগ্রামের কোনো ছেলে বলত, সে ফিল্মমেকিং হাতে–কলমে শেখার জন্য ঢাকায় যেতে চায়, যার বংশে কেউ নেই যে মিডিয়ায় কাজ করে, কোনো একটা ব্যাংকে লোভনীয় চাকরির আশা ছেড়ে সম্পূর্ণ অচেনা, অজানা জায়গায় তাঁর স্বপ্ন পূরণ করার চেষ্টা করে দেখতে চায়, তখন খুব বেশি মানুষ হয়তো সেই ছেলেকে উৎসাহ দিতেন না। আমার আম্মা দিয়েছিলেন।’
মায়ের সঙ্গে সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ।