Thank you for trying Sticky AMP!!

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের শতবর্ষ আয়োজনে জাকির

বক্তৃতা দিচ্ছেন জাকির হোসেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র নির্মাণ শুরু হয় ১৯১৯ সাল থেকে। ২০১৯ সালে কোরিয়ার সেই চলচ্চিত্র যাত্রার শতবর্ষ পূর্ণ হলো। এ উপলক্ষে সেখানে আয়োজিত হয় ‘আ সেঞ্চুরি অব কোরিয়ান সিনেমা’। দক্ষিণ কোরিয়ার সিউলে গত ২৫ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত সেই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে আমন্ত্রণ পান চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাকির হোসেন রাজু। অনুষ্ঠানের তৃতীয় ও শেষ দিন তিনি সেখানে বক্তৃতা দেন।

বক্তব্যের বিষয় ছিল—দক্ষিণ কোরীয় চলচ্চিত্রে সেখানকার সমাজ, সংস্কৃতি আর ইতিহাস। জাকির হোসেন রাজু বাংলাদেশের ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও যোগাযোগ বিভাগের চেয়ারপারসন ও অধ্যাপক। ২০১৫ সাল থেকে ‘কোরীয় চলচ্চিত্র ও সংস্কৃতি’ বিষয়ে পড়ান তিনি। সেই সূত্র ধরে আমন্ত্রণ পেয়েছেন এই আয়োজনে।

অনুষ্ঠানে কোরিয়ার প্রথম ছবি ফাইট ফর জাস্টিস (১৯১৯) দেখানো হয়। কোরিয়ার চলচ্চিত্রযাত্রার ১০০ বছরকে উদ্যাপন করতে এই আয়োজন করেছে কোরিয়ান ফিল্ম কাউন্সিল এবং কমিটি ফর কোরিয়ান ফিল্ম।