
দার্জিলিংয়ে শুটিংয়ের মাধ্যমে শেষ হলো ‘তুই আমার’ চলচ্চিত্রের শুটিং। কয়েক দিন আগে চলচ্চিত্রটির দল যায় সেখানে। সেখানে দুটি গানের শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন সায়মন ও মিষ্টি জান্নাত। ছবিটি পরিচালনা করেছেন সজল আহমেদ।
চলচ্চিত্রটির অভিনয়শিল্পী সায়মন বলেন, ‘শুধু দার্জিলিং নয়, শিলিগুড়িসহ বেশ কয়েকটি জায়গায় আমরা শুটিং করেছি। এখানকার লোকেশন ও পরিবেশ দারুণ। দারুণ কিছু দৃশ্য পেয়েছেন পরিচালক।’
এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় ‘তুই আমার’ চলচ্চিত্রটির কাজ। ঢাকা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। দার্জিলিংয়ে গানের শুটিংয়ের মাধ্যমেই ছবির শুটিং বন্ধ হলো। এখন ডাবিং ও সম্পাদনার কাজ বাকি।
শুটিং শেষ করে আজই দেশে ফেরার কথা রয়েছে দলটির।