
ঢাকার পথে সাদ ও বাঁধনরা। আসার আগের দিন বাঁধনকে দেখা গেল হলিউডের দুই দাপুটে অভিনয়শিল্পীর সঙ্গে। কী উপলক্ষে তাঁদের সঙ্গে দেখা হয়েছিল, সে ব্যাপারে কিছু জানাননি। নিজের ফেসবুকে শুধু ছবি প্রকাশ করেছেন। একটিতে তাঁর সঙ্গে জনপ্রিয় হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন এবং কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আরেকটিতে হলিউড অভিনেতা বিল মারে ও বাঁধনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
পুরস্কার না পাওয়ায় কোনো অভিমান বা মনঃকষ্ট কাজ করছে কী? বাঁধন বলেন, ‘একদমই না। আমি কিন্তু পুরস্কার ঘোষণার আগেও বলেছি, উৎসবে এসে আমরা যা যা পেয়েছি, তাতে মুগ্ধ। বাংলাদেশের ছবি প্রথমবার এতটা পথ এল, সবার ভালোবাসা পেল, প্রশংসিত হলো—এই সম্মানটাই-বা কম কী! যেদিন আমাদের ছবি কানে নির্বাচিত হওয়ার খবর পেয়েছিলাম, সেদিনই পুরস্কার পেয়ে গেছি।’
বাঁধন এও বলেন, ‘যে কয়েকটা দিন ছিলাম, জীবনের অন্যতম সেরা সময় কাটিয়েছি। সবাই যে সম্মান দিয়েছেন, তার কোনো তুলনাই হয় না। অনেক অনেক অমূল্য স্মৃতি নিয়ে দেশে ফিরব। এগুলো পুরস্কারের চেয়ে কোনো অংশেই কম নয়।
দেশের বাইরের অনেক সেরা অভিনয়শিল্পীর সাক্ষাৎ যেমন পেয়েছি, তেমনি নামকরা পরিচালকদের সঙ্গে চলচ্চিত্র নিয়ে কথা হয়েছে। সুন্দর সময় কেটেছে। মুহূর্তগুলো ধরে রাখতে অনেকের সঙ্গে ছবিও তুলেছি। শ্যারন স্টোন ও বিল মারে তেমনই দুজন প্রিয় অভিনয়শিল্পী, যাদের সঙ্গে ছবি তোলার সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’