মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

রোমান্টিক সেই লেকের ধারে মেহজাবীনের হানিমুন

ইতালির লেক কোমোর সুখ্যাতি দুনিয়াজুড়ে। কেউবা যান ছুটি কাটাতে, কেউ মধুচন্দ্রিমায়। অনেক তারকা বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন এই লেকের ধারে। ইতালির লেক কোমোতে গিয়েছিলেন মেহজাবীন চৌধুরী ও তাঁর স্বামী আদনান আল রাজীব। আজ দুপুরের এই সফরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

চলতি বছর ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন মেহজাবীন চৌধুরী। মেরিল-প্রথম আলো পুরস্কারে ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য সমালোচক ও তারকা জরিপ দুই বিভাগেই জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এরপরই আদনান আল রাজীবন ‘আলী’ সিনেমার জন্য কানে পান বিশেষ স্বীকৃতি। এরপর মেহজাবীন যান ফ্রান্সে, রাজীবের সঙ্গে ঘুরে বেড়ান ইউরোপের নানা প্রান্তে। অভিনেত্রীর ফেসবুক থেকে
আজ দুপুরে মেহজাবীন পোস্ট করেছেন ইতালির লেক কোমোতে ঘুরে বেড়ানোর একগুচ্ছ ছবি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘আমি সব সময় শুনে এসেছি, লেক কেমো নাকি পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি—বিশেষ করে প্রেমিক যুগলদের জন্য। তাই নিজের চোখে দেখার আগ্রহটা ছিলই। আর সত্যি বলতে, সবকিছু যেন স্বপ্নের মতো লেগেছে। আমাদের হানিমুনের কয়েকটি দিন সেখানে কাটানোর সুযোগ হয়েছিল—নিরিবিলি, অপূর্ব সুন্দর আর ছোট ছোট কিছু মুহূর্তে ভরপুর, যেগুলো কখনো ভুলব না। এখানে লেক কেমো কাটানো আমাদের প্রিয় একটি দিনের কিছু ঝলক শেয়ার করছি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
তাঁর ছবিগুলো পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। এক ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে ২৬ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
তাঁর ছবিগুলোতে মন্তব্য করেছেন ভক্তরা। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শুভকামনা জানিয়েছেন। ছবিতে মন্তব্য করেছেন মেহজাবীনের বোন অভিনেত্রী মালাইকা চৌধুরী। বোন আর দুলাভাইকে যে দারুণ লাগছে দেখতে, সে কথা লিখেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ইউরোপ থেকে ফিরে মেহজাবীন গিয়েছেন কানাডা সফরে। কিছুদিন আগেই সেখান থেকে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই মেহজাবীনের। সবশেষ গত বছরের ডিসেম্বরে শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমায় দেখা গিয়েছিল থেকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
মেহজাবীন অভিনীত আরেকটি সিনেমা ‘সাবা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত সিনেমাটি চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর ফেসবুক থেকে