ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সাদিয়া আয়মান। এবারের ঈদে তিনি তানিম নূরের সিনেমা ‘উৎসব’ আর অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে নজর কেড়েছেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—
বিনোদন ডেস্ক
সাদিয়া ঘুরতে ভালোবাসেন। কাজের ফাঁকে একটু ফুরসত মিললেই ছুটে যান পাহাড় থেকে সমুদ্র। এবার তিনি পোস্ট করেছেন শ্রীলঙ্কা সফরের ছবি। অভিনেত্রীর ফেসবুক থেকে আজ বিকেলে তিনি শ্রীলঙ্কার গলের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে উঠে এসেছে দেশটির স্থানীয় সংস্কৃতির অনেক কিছুই। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
ছবিগুলো পোস্ট করে সাদিয়া লিখেছেন, ‘গল ফোর্টে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি; চারপাশে ছড়িয়ে আছে চিরন্তন সৌন্দর্য আর প্রাচীনতার মোহ।’ অভিনেত্রীর ফেসবুক থেকে তাঁর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছে ভক্ত–অনুসারীরা। এক ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে প্রায় সাত হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
কিছুদিন আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ভ্রমণ নিয়ে সাদিয়া বলেছিলেন, ‘টানা কাজের পর আমাকে বিরতি নিতে হয়। নিজের বিশ্রাম ও পড়াশোনার জন্য। আমি মনে করি, ঘোরাঘুরি মানুষকে একটু প্রশান্তি দেয়।’ অভিনেত্রীর ফেসবুক থেকেসাদিয়ার কাছে ভ্রমণ মানে সতেজ হয়ে ফেরা। তাঁর ভাষ্যে, ‘একটা চরিত্রে যখন অনেক দিন থাকি, মনে হয়, যদি ঘুরে আসি, তা দেশে হোক বা দেশের বাইরে হোক, মনটা সতেজ হয়। নতুন করে আবার ভাবতে পারি। সমুদ্র ও পাহাড়ে ঘোরাঘুরি আমাকে নতুন করে ভাবতে শেখায়। নতুন উদ্যমে কাজে ফেরার শক্তি দেয়। বাইরে গেলে বই পড়তে পারি, সিনেমা দেখতে পারি; এগুলো অনেক কাজে আসে। এ জন্যই ঘুরতে ভালো লাগে।’ অভিনেত্রীর ফেসবুক থেকেঘোরাঘুরি নিয়ে নানা ধরনের অভিজ্ঞতা আছে সাদিয়া আয়মানের। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ইউরোপের ভ্রমণ আমার এই ছোট্ট জীবনের অন্যতম মজার ঘটনা। নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম, বেলজিয়াম থেকে ফ্রান্স, এরপর ফ্রান্স থেকে নেদারল্যান্ডস হয়ে ঢাকায় ফিরি। আমি যখন দেশে ফিরে আসি, তখন মনে হয়েছে, একটা চ্যালেঞ্জ পরিপূর্ণ করেছি। এটা ভেবে রোমাঞ্চিত হই। আবার যদি সুযোগ হয়, ইউরোপে একা একা ঘুরতে চলে যাব।’ অভিনেত্রীর ফেসবুক থেকেঅভিনেত্রী মনে করেন, এবারের ঈদের আলোচিত দুই কাজ দিয়ে বছরের সেরা সময় পার করছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ বছরও টেলিভিশনে নাটক, ওটিটিতে “বোহেমিয়ান ঘোড়া”, সিনেমা হলে “উৎসব”—সব মিলিয়ে সেরা লাগছে। মনে হচ্ছে, বছরের সেরা সময় পার করছি। আমার অভিনয়জীবনে ওয়ান অব দ্য বেস্ট টাইমস যদি বলি, এটা আরকি। শুরু থেকে যেভাবে প্রতিবছরই আমার জীবনে ঈদ ভালোভাবে আসে, আশা করছি ভালো কাজ দেওয়ার, প্রতিটি ঈদ যেন এভাবে উদ্যাপন করতে পারি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে