শাকিব খান
শাকিব খান

সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন

শুটিং শুরুর আগেই রহস্য, গুজব আর জল্পনায় ঘিরে ফেলেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। কে থাকছেন, কে থাকছেন না—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে শাকিব খানের নায়িকা বদল নিয়ে ছড়ানো গুজব নতুন করে কৌতূহল বাড়িয়েছে দর্শক ও চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মধ্যে।  

শাকিব খান

শুটিং শুরুর ঠিক আগমুহূর্তে চলচ্চিত্র–সংশ্লিষ্ট একাধিক ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে, ছবিটি থেকে বাদ পড়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, আর তাঁর জায়গায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। বিষয়টি নিয়ে মুহূর্তেই নানা মতামত, আলোচনা ও বিতর্ক শুরু হয়।

জ্যোতির্ময়ী কুণ্ডু

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন। সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন সিদ্ধান্ত নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে প্রিন্স–সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বদলের বিষয়টি গুজব ছাড়া আর কিছু নয়।

তাসনিয়া ফারিণ

‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ছবির অন্য শিল্পীরা শুটিংয়ের শুরু থেকেই অংশ নিলেও শাকিব খান যুক্ত হবেন ১০ জানুয়ারি থেকে।

শাকিব খান

এ বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুটিং লোকেশনসহ নানা বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তিনি বলেন, ‘কোথায় শুটিং করছি, আপাতত জানাতে চাইছি না। আমি নির্বিঘ্নে কাজটা শেষ করতে চাই। কাজ এগোলে ধীরে ধীরে ছবির বিষয়ে সবাই জানতে পারবেন।’ পরিচালকের এই বক্তব্য রহস্যই যেন আরও ঘনীভূত করেছে।

সাবিলা নূর

এদিকে ‘প্রিন্স’ সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই ছবির পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশে। সেখানে একটানা বড় একটি অংশের শুটিং সম্পন্ন করা হবে। শ্রীলঙ্কা পর্ব শেষ হলে পরিস্থিতি ও সময় বিবেচনায় ছবির কিছু অংশের শুটিং ভারতে করার সম্ভাবনাও রাখা হয়েছে।
এই ছবিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। এর মধ্যে কলকাতা থেকে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকা থেকে তাসনিয়া ফারিণ। তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে। তবে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান—আপাতত জানাতে চাইছে না।

শাকিব খানের সঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা

‘প্রিন্স’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এই চরিত্রেই দেখা যাবে শাকিব খানকে।