Thank you for trying Sticky AMP!!

‘লাল শাড়ি’তে অপু–সাইমন দেখতে কেমন

২০০৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। অন্যদিকে ২০১২ সালে অভিনয় শুরু করেন সাইমন সাদিক। একজনের অভিনয়জীবন দেড় দশকের আর আরেকজনের অভিনয়জীবন এক দশকের— ২০২২ সালে এসে প্রথমবারের মতো এই দুই নায়ক–নায়িকা চলচ্চিত্রের পর্দায় জুটি হয়েছেন। তাঁদের প্রথম চলচ্চিত্রের নাম ‘লাল শাড়ি’। ছবির পরিচালক বন্ধন বিশ্বাসের সৌজন্যে প্রাপ্ত কয়েকটি স্থিরচিত্রে এক ধারণা নেওয়া যাক, ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অপু বিশ্বাসসাইমন সাদিককে দেখতে কেমন লাগে—
গেল বছরের ১ নভেম্বর থেকে শুটিং শুরু হয় ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের। এই চলচ্চিত্রের শুটিংয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান অপু বিশ্বাস ও সাইমন সাদিক
ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে শুটিং করেন ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের। একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের কাজ শেষ করেন পরিচালক। পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে লাল শাড়ি চলচ্চিত্রের অভিনয়শিল্পী (বামে) দোয়েল ও অপু বিশ্বাস
‘লাল শাড়ি’ চলচ্চিত্রের গল্প শুনেই মুগ্ধ হন সাইমন সাদিক। তিনি বলেন, ‘একটা ভিন্ন বিষয়ে এই ছবির গল্প লেখা হয়েছে। গল্প পড়েই শুরুতে মুগ্ধ হয়েছি। শুটিংয়ের পর তো মনে হয়েছে, একটা ভালো কাজের অংশ হলাম।
সরকারি অনুদানে তৈরি এই ছবি অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। মফস্‌সলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাস ও সাইমনের পর্দা রসায়ন সবাই বেশ উপভোগ করবেন বলে মনে করেন পরিচালক
‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাঁকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে
২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ ছবিটি দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহাম খান জয়ের নামের সঙ্গে মিল রেখে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন অপু–জয় প্রোডাকশন হাউস
বর্তমানে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের সম্পাদনা ও আবহসংগীতের কাজ চলছে। আগামী মাসে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। পরিচালক জানালেন, তাঁদের ইচ্ছা আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বলেও জানালেন তিনি
বর্তমানে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের সম্পাদনা ও আবহসংগীতের কাজ চলছে। আগামী মাসে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। পরিচালক জানালেন, তাঁদের ইচ্ছা আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বলেও জানালেন তিনি
‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে সাইমন বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুবই সহযোগী মনোভাব দেখিয়েছেন। একজন জ্যেষ্ঠ শিল্পী হিসেবে তাঁর এমন আন্তরিকতা ভীষণ রকম উৎসাহের ও অনুপ্রেরণার।’
‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েলও। চলচ্চিত্রের শুটিংয়ের একটি দৃশ্যে সুমিত সেনগুপ্তের সঙ্গে দোয়েল
আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টিকে গল্পে উপজীব্য করেই ‘লাল শাড়ি’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে বলে জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস। আর ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই

Also Read: কলকাতায় সাংবাদিকদের যা বললেন অপু বিশ্বাস

‘লাল শাড়ি’ চলচ্চিত্রের শুটিংয়ে (বাঁ থেকে) রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক ও অপু বিশ্বাস

Also Read: প্রথমবার একসঙ্গে তারিক আনাম খান ও অপু বিশ্বাস