রাকিব হোসেন ইভন
রাকিব হোসেন ইভন

শাকিবের ‘তাণ্ডব’, মোশাররফের ‘বোহেমিয়ান ঘোড়া’ দিয়ে আলোচিত কে এই তরুণ অভিনেতা

ঈদুল আজহায় আলোচিত সিনেমা তাণ্ডব ও সিরিজ বোহেমিয়ান ঘোড়ার পার্শ্বচরিত্রে অভিনয় করে আলোচনায় তরুণ অভিনেতা রাকিব হোসেন। অভিনয়জগতে তিনি পরিচিত ইভন নামেই। তাঁর স্বপ্নের কথা জেনেছেন নাজমুল হক

ছোট থেকে জীবনে দুই স্বপ্ন ছিল ইভনের। সামরিক বাহিনীতে চাকরি, না হয় অভিনেতা হওয়া। প্রথম স্বপ্ন পূরণ হয়নি, উচ্চমাধ্যমিক শেষে সামরিক বাহিনীর চাকরির পরীক্ষায় শেষ ধাপে বাদ পড়েন তিনি। এরপর পা বাড়ান দ্বিতীয় স্বপ্নের পথে। খালাতো বোনের উৎসাহে ২০১২ সালে ভর্তি হন নাট্যদল দৃষ্টিপাতে। অভিনয়ের পাশাপাশি দলটির হয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি। দলটির হয়ে বুড়ো ভূতের গপ্পো, রাজা হিমাদ্রী (ইডিপাস), জ্বালা, সে এক স্বপ্নের রাত, আলোর মশাল জ্বালো ও ফায়েদাবাদ ফর সেল নাটকে অভিনয় করেছেন তিনি।

ইভন

২০১৫ সালে প্রথমবার পর্দায় কাজ করার সুযোগ পান। আহসান সারোয়ারের সিনেমা রংঢং–এ অভিনয় করেন তিনি। যদিও এ সিনেমা মুক্তি পায় প্রায় ১০ বছর পর ২০২৪ সালে। কিন্তু এরই মধ্যে তাঁর প্রথম ওয়েব ফিল্ম দুই দিনের দুনিয়া মুক্তি পায়। ২০২২ সালের সিরিজটির পরিচালক অনম বিশ্বাস। ২০২৩ সাল ইভনের ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বছরজুড়েই মুক্তি পায় তাঁর অভিনীত কাজ। ওয়েব সিরিজ অগোচরা, ভাইরাস, ওয়েব ফিল্ম কুহেলিকা এবং নিকষ, পূর্ণদৈর্ঘ্য সিনেমা একটি না বলা গল্প, ইতি চিত্রা এবং মেঘের কপাট দিয়ে পরিচিতি পান এ অভিনেতা।
তবে এবারের ঈদে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া ও তাণ্ডব সিনেমায় অভিনয় ইভনের পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে। দুটি কাজের মধ্য দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। বোহেমিয়ান ঘোড়ায় আলী আব্বাসের (মোশাররফ করিম) শাগরেদ ‘সেলিম’ চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকের প্রশংসা আপ্লুত করেছে ইভনকেও। অভিনেতা বলেন, ‘নিজের কোনো কাজ দেখতে সব সময় জড়তা কাজ করে। কিন্তু বোহেমিয়ান ঘোড়া আটবার দেখেছি। এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, ভাষায় প্রকাশ করার মতো না।’

বোহেমিয়ান ঘোড়ায় আলী আব্বাসের (মোশাররফ করিম) শাগরেদ ‘সেলিম’ চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকপ্রিয়তা পেয়েছে

মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করেছেন ইভন। শাগরেদ চরিত্রে ওস্তাদ মোশাররফ করিমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। বাস্তব জীবনেও এ অভিনেতাকে ওস্তাদ মানছেন তিনি। ইভন বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে সামনাসামনি কথা হয় চিত্রনাট্য পড়ার দিন, দুজন একসঙ্গে পড়ছিলাম, কিন্তু কেউ কারও সঙ্গে কথা বলিনি। শেষ সময়ে মনে হলো ভাই আমাকে আবার বেয়াদব ভেবে বসেননি তো। তাই কথা বলতে যাই, পরিচয় দিই আমার। তখন ভাই বলেন,“দুজন মিলে মজা করতে করতে কাজটি করে ফেলব।” এত সহজে আমাকে গ্রহণ করবেন কল্পনাও করিনি। শুটিংয়ে অনেক বিষয় নিয়ে আলাপ–আলোচনা করেছি। আমার কথা মনোযোগ দিয়ে তিনি শুনেছেন, পরামর্শ দিয়েছেন।’
মোশাররফ করিম ছাড়াও এ সিরিজে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনা ও কামরুল হাসান খসরুর চিত্রগ্রহণে অভিনয় করে নিজেকে ভাগ্যবান ভাবছেন ইভন। তিনি বলেন, ‘অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করেছি, যা আমার জন্য অনেক বড় পাওয়া। এ ছাড়া এর চিত্রগ্রহণে ছিলেন খসরু (কামরুল হাসান খসরু) ভাই, যাঁর নাম শুনে বড় হয়েছি। সিরিজটিতে অভিনয় আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক।’

অন্যদিকে বড় পর্দায় রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় দেখা গেছে ইভনকে। যেখানে তাঁর চরিত্রটি ছিল চমকপ্রদ, স্বল্প উপস্থিতিতেই প্রভাব ফেলছেন তিনি। শাকিব খানের সঙ্গে একই দৃশ্যে না দেখা গেলেও শুটিংয়ে শাকিবের প্রশংসা পেয়েছেন তিনি। যা অনুপ্রাণিত করেছে ইভনকে। অভিনেতা বলেন, ‘যত দিন আমার শুটিং ছিল, শাকিব ভাই সেটে ছিলেন। মনিটরে বসে তিনি আমার অভিনয় দেখেছেন। এটা যে আমার জন্য কত বড় প্রাপ্তি, তা বলে বোঝানো যাবে না। তিনি আমার ব্যাপারে সব জানতে চেয়েছেন, কী করছি, কীভাবে মিডিয়ায়। সব শুনে প্রশংসা করেছেন তিনি। আগে তাঁর সাধারণ ভক্ত ছিলাম, কিন্তু এখন অনেক বড় ভক্ত হয়ে গেছি।’ নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ইভন বলেন, ‘শাকিব ভাইয়ের সিনেমায় কাজের প্রস্তাব পেয়ে একটু দ্বিধায় ছিলাম। মনে হয়েছিল, এখানে তো আমি তেমন কোনো চরিত্রে সুযোগ পাব না। কিন্তু যখন রাফী ভাইয়ের সঙ্গে মিটিং করলাম, তখন চরিত্রটির প্রতি আগ্রহ জন্মায় আমার। স্বল্প উপস্থিতির পরও দর্শকের এ ভালোবাসায় এখন মনে হচ্ছে, আমি ভুল সিদ্ধান্ত নিইনি।’

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে ইভন অভিনীত চলচ্চিত্র চারুলতা এবং নাদান

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে ইভন অভিনীত রাইসুল ইসলামের চলচ্চিত্র চারুলতা ও ফরহাদ হোসেনের নাদান। এ ছাড়া সুসময় নামে আরেকটি একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইভন বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে যখন এসেছি, তখন এখানে আমার কেউ ছিল না। আমি এ অভিনয়টা বুঝি, এ অভিনয়টা করে যেতে চাই। এটাই আমার স্বপ্ন।’