গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তানিম নূরের ‘উৎসব’ আর সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’। তবে গতকাল শুক্রবার হঠাৎই ‘উৎসব’ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানানো হয় ‘ইনসাফ’ নির্মাতা সঞ্জয় সমাদ্দারকে। কিন্তু কেন?
‘উৎসব’ সিনেমার ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘সিনেমাটা আপনারা এই ঈদে সিনেমা হলে দেখতে পারতেন না, যদি পরিচালক সঞ্জয় সমাদ্দার না থাকতেন। ঠিক তা–ই; হয়তো শুনে অবাক লাগছে আপনাদের। সঞ্জয় সমাদ্দার তো “উৎসব” টিমের কোনো কিছুতেই জড়িত ছিলেন না, সে ক্ষেত্রে তিনি না থাকলে “উৎসব” সিনেমা হলে দেখতে না পারার সম্পর্কটা কোথায়?’
দীর্ঘ পোস্টে দেওয়া হয়েছে এর ব্যাখ্যাও। ‘সিনেমার পোস্টপ্রোডাকশনের জন্য এখনো বাংলাদেশের বেশির ভাগ সিনেমাকে যেতে হয় পাশের দেশ ভারতে। এডিটফিক্স নামের প্রতিষ্ঠানে বেশির ভাগ সিনেমার পোস্টপ্রোডাকশনের কাজ চলে। “উৎসব” ও “ইনসাফ”—দুটো সিনেমারই পোস্টপ্রোডাকশনের কাজ সেখানেই চলছিল। “উৎসব” সিনেমার ফাইনাল ভার্সন রেডি হলে ঈদের কয়েক দিন আগে পরিচালক তানিম নূর ও প্রযোজক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভিসাসংক্রান্ত জটিলতায় তারা কলকাতায় যেতে পারলেন না। পুরো “উৎসব” টিমের মাথায় হাত! এখন উপায়? তখনই জানা যায়, সেই মুহূর্তে পরিচালক সঞ্জয় সমাদ্দার কলকাতায় অবস্থান করছেন তাঁর সিনেমা “ইনসাফ”-এর চূড়ান্ত সংস্করণ দেশে আনার জন্য। তাঁকে অনুরোধ করতেই তিনি সানন্দে রাজি হয়ে যান আর “উৎসব”-এর হার্ডড্রাইভটি সঙ্গে করে বাংলাদেশে নিয়ে আসেন।’ লিখেছে ‘উৎসব’ টিম।
সঞ্জয়কে ধন্যবাদ জানিয়ে পোস্টের শেষে আরও লেখা হয়েছে, ‘শেষ মুহূর্তে এতটুকু সহযোগিতা না পেলে “উৎসব” সিনেমাটা আমরা সিনেমা হলে হাজির করতে পারতাম না। এটা যে কী অপূরণীয় ক্ষতি হয়ে যেত সিনেমার সঙ্গে জড়িত সবার জন্য, তা আশা করি সহজেই অনুমেয়। স্বার্থপরতার এই সময়ে সঞ্জয় সমাদ্দারের মতো মানুষ আসলেই বিরল। উৎসব টিমের পক্ষ থেকে সঞ্জয় সমাদ্দারের জন্য রইল শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। “ইনসাফ” সিনেমাটির গ্রস কালেকশন মাল্টিপ্লেক্সে ১ কোটির গণ্ডি ছাড়িয়েছে, এ জন্য দ্বিগুণ অভিবাদন জানাই।’
‘উৎসব’ টিমের পক্ষ থেকে দেওয়া পোস্টটি ফেসবুকে অনেকেই শেয়ার করেছেন। নির্মাতা সঞ্জয় সমাদ্দারকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই, কেউ আবার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য ‘উৎসব’ টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।