Thank you for trying Sticky AMP!!

ডিপজল

হিন্দি সিনেমাকে ‘অশ্লীল’ বলে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ডিপজল

হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের জেরবারে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে এলেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা ডিপজল। বলিউড তারকা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আলোচনার মধ্যে ডিপজল দাবি করেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।
ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়। ফেসবুকে কেউ কেউ লিখছেন, ডিপজল নিজেই বেশ কয়েকটি ‘অশ্লীল’ সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যেই ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এসেছেন ডিপজল। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।

শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানির প্রশ্নে একমত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। উপমহাদেশীয় সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ও জানিয়েছে, সিনেমা আমদানির পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দি সিনেমা আমদানিতে শিল্পী সমিতি লিখিতভাবে সম্মতি জানালেও জ্যেষ্ঠ সহসভাপতি ডিপজল বলছেন ভিন্ন কথা। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে।

Also Read: প্রথমবার ওয়েব সিরিজে ডিপজল

Also Read: বাংলাদেশে ‘পাঠান’ প্রসঙ্গে খেপে গিয়ে যা বললেন পরিচালক ঝন্টু

Also Read: শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানিতে আপত্তি নেই চলচ্চিত্রের ১৯ সংগঠনের

গত মাসে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি করতে আবেদন করে ঢাকার পরিবেশনাপ্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি–রপ্তানি কমিটির অনুমোদন পেলেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।