হাত ধরাধরি করে হাঁটছেন শাকিব–বুবলী...

শাকিব খান ও বুবলীকে শেষবার কবে একসঙ্গে দেখা গেছে? মনে করাটা রীতিমতো দুরূহ হবে। একসময়ের তারকা জুটিকে দীর্ঘদিন পর একসঙ্গে পাওয়া গেল।

রোববার সন্ধ্যায় শাকিব খানের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বুবলী, ছবিতে তাঁদের সন্তান শেহজাদকেও দেখা গেছে
বুবলীর ফেসবুক থেকে
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ।’
শাকিব-বুবলীকে একসঙ্গে দেখে কেউ কেউ আকাশ থেকে পড়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
বুবলীকে কী দেখাচ্ছেন শাকিব খান, দুজনের অন্তরঙ্গ মুহূর্তটি কে ক্যামেরায় ধরেছেন? পুত্র শেহজাদ, নাকি অন্য কেউ?
৪৫ মিনিটের ব্যবধানে এসব ছবিতে ৪ হাজারের বেশি রিঅ্যাক্ট, তিন শতাধিক মন্তব্য এসেছে
সবুজ ঘাসেও একে অপরের হাত ধরে খালি পায়ে হাঁটতে দেখা গেছে শাকিব ও বুবলীকে
ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন বুবলী। দেশটিতে মাস দুয়েকের বেশি সময় বুবলীর থাকার কথা রয়েছে
তিনজনের চোখেই রোদচশমা। ছবি দেখেই বোঝা যাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তাঁরা
প্রথম আলোর সঙ্গে আলাপে বুবলী জানিয়েছিলেন, শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে, তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে। এগুলো সেরে নিতে চান। তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন। বেশ কিছুদিন সেখানে থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নিতে চান