Thank you for trying Sticky AMP!!

পশ্চিমবঙ্গে মুক্তি পেল ‘সুড়ঙ্গ’, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, শুভশ্রীরা

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা

দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ‘সুড়ঙ্গ’–উন্মাদনা চলছেই। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে দ্বিগুণ হল পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ছবিটি। গতকাল শুক্রবার দেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য মুক্তি পেল ‘সুড়ঙ্গ’।
কলকাতা ও এর আশপাশের শহরে ৩১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রায়হান রাফী পরিচালিত ছবিটি।

Also Read: ভারতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’, এল আনুষ্ঠানিক ঘোষণা

মুক্তি উপলক্ষে গত বুধবার কলকাতায় পৌঁছেছেন ছবির পরিচালক রায়হান রাফী, অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল, ছবির দুই প্রধান শিল্পী আফরান নিশো ও তমা মির্জা। দুই দিন ধরে সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ছবিটি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন তাঁরা। এরই মধ্যে সেখানকার বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, ওয়েব পোর্টালে ‘সুড়ঙ্গ’–এর মুক্তির খবর বেরিয়েছে।

মুক্তির দিন শুক্রবার সন্ধ্যায় রায়হান রাফী কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘আজ ৩১টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। দুই দিন আগে ছবিটির প্রচারের জন্য এখানে এসেছি। এসে দেখলাম, মুক্তির আগেই ছবিটি নিয়ে এখানকার মানুষের অনেক আগ্রহ। কলকাতা ও এর আশপাশের শহরের দেয়ালে দেয়ালে “সুড়ঙ্গ”-এর পোস্টার শোভা পাচ্ছে। আর নিশোর অনেক ভক্ত এখানে।’

প্রথম দিন ছবির দর্শকদের প্রসঙ্গে রায়হান রাফী আরও বলেন, ‘কলকাতার বাইরের খবর এখনো জানতে পারিনি। তবে কলকাতায় মাল্টিপ্লেক্সে দর্শকদের খবর পেয়েছি। দারুণ সাড়া। যাঁরা দেখেছেন, দু-একজনের সঙ্গে কথা হয়েছে, ছবিটি নিয়ে ব্যাপক প্রশংসা করেছেন। মনে হচ্ছে, ঢাকার মতো এখানেও মাল্টিপ্লেক্সে দর্শকঝড় উঠতে পারে।’

রাফী জানান, শুক্রবার সন্ধ্যায় সাতটায় কলকাতার অ্যাক্রোপলিস মলে ছবিটির প্রিমিয়ার শো হয়।

রায়হান রাফী

তিনি বলেন, ‘শোর আগে গিয়ে দেখি, শত শত মানুষের ভিড়। অন্য দেশে নিজের ছবি দেখতে দর্শকদের এমন আগ্রহ দেখে অন্য রকমের ভালো লাগা কাজ করছিল।’    

এদিকে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি উপলক্ষে অভিনেতা প্রসেনজিৎ, অভিনেত্রী  শুভশ্রীসহ টালিউডের অনেকে ‘সুড়ঙ্গ’–এর টিমকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। প্রসেনজিৎ লিখেছেন, ‘“সুড়ঙ্গ” টিমের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা।’ অন্যদিকে শুভশ্রী লিখেছেন, ‘“সুড়ঙ্গ” টিমের জন্য শুভকামনা।’