Thank you for trying Sticky AMP!!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র দৃশ্যে জ্যোতিকা জ্যোতি

মুক্তি পেল ‘বঙ্গমাতা’

বড় পর্দায় এল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীটি উদ্বোধন করেন সংসদ সদস্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

‘বঙ্গমাতা’ ছবির পোস্টার

লেখক খোরশেদ বাহারের বঙ্গমাতা, ইতিহাসের নিভৃত সৈনিক উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গৌতম কৈরী।

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগস্টজুড়ে চলচ্চিত্রটি বিভিন্ন টিভি চ্যানেলসহ বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে প্রদর্শনের ব্যবস্থা করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

উদ্বোধনী প্রদর্শনীতে সিমিন হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। চাচিকে (বেগম ফজিলাতুন্নেছা মুজিব) দেখে আমাদের বড় হওয়া। তিনি নিবিড়ভাবে পরিবারটাকে আগলে রেখেছিলেন। আমাদের অসম্ভব স্নেহ করতেন।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র দৃশ্য

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আগস্ট আমাদের দিয়েছে অনেক, কিন্তু কেড়ে নিয়েছে সর্বস্ব। এ মাসেই জন্মেছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। কিন্তু এ মাসেই আমরা হারিয়েছি জাতির পিতাসহ তাঁর পরিবারের ১৭ সদস্যকে। প্রাপ্তি ও হারানোর যোগফল রক্তাক্ত আগস্ট।’

ছবিতে ‘বঙ্গমাতা’র চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ‘বঙ্গবন্ধু’ চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ, শেখ হাসিনার কিশোরীবেলার চরিত্রে আছেন লাবণ্য চৌধুরী। আরও আছেন শোভন দাস, ফারজানা ছবি, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব খলিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লেখক খোরশেদ বাহার, নির্মাতা গৌতম কৈরী।
উদ্বোধনী প্রদর্শনীতে চিত্রনাট্যকার নাসরীন মুস্তাফা, অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি, মনির আহমেদ, লাবণ্য চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।