‘ওমর’ ও ‘তুফান’ সিনেমার পোস্টার
‘ওমর’ ও ‘তুফান’ সিনেমার পোস্টার

টিভিতে ‘তুফান’ ও ‘ওমর’

পবিত্র ঈদুল ফিতরে দীপ্ত টেলিভিশনে ‘তুফান’ ও ‘ওমর’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত `ওমর' এবং বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত `তুফান'।

‘তুফান’ সিনেমার পোস্টার

দুটি সিনেমাই গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গত ১১ এপ্রিল মুক্তি পায় `ওমর'। এতে শরীফুল রাজ, নাসির উদ্দিন খান, দর্শনা বণিকসহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন। আর ১৭ জুন মুক্তি পায় তুফান। এতে নব্বই দশকের এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেন শাকিব খান। আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর।

‘ওমর’ সিনেমার পোস্টার

এর বাইরে দীপ্ত টিভিতে `মেঘনা কন্যা' নামে আরেকটি সিনেমারও ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ঈদের প্রথম দিন সকাল ৯টায় সিনেমাটি প্রচারিত হবে। এটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। এতে ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন, কাজী নওশাবা আহমেদসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ঈদুল ফিতরে বেশ কয়েকটি পুরোনো বাংলা সিনেমাও দেখাবে দীপ্ত টিভি। এর মধ্যে রয়েছে `শিকারী', `তালাশ', `নোলক', `অন্তর্জাল', `নবাব', `প্রহেলিকা', `বীর', `মুখোশ', `মন যেখানে হৃদয় সেখানে', `পয়জন', `ভালোবাসলেই ঘর বাঁধা যায় না'।