অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই নতুন নতুন ছবিতে তুলে ধরেন দিনযাপনের গল্প। আজও নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ভাবনা সম্পর্কে কিছু তথ্য—
বিনোদন ডেস্ক
আজ বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘রানী ঝুঁকে পড়তে পারে, কিন্তু কখনো ভেঙে পড়ে না।’
বিজ্ঞাপন
দুই ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে ১ হাজার ৬০০ রিঅ্যাক্ট পড়েছে, প্রায় দেড় শ মন্তব্য এসেছে
আজ দুপুরে আরেকটি ছবি পোস্ট করেছেন ভাবনা। তিনি লিখেছেন, ‘নতুন দিন, ব্যায়ামের সময়।’সকালে ছবিটি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘শুভ সকাল।’গতকাল ছবিটি পোস্ট করেছেন ভাবনা, কিছুই লিখেননি; ভালোবাসার ইমোজি দিয়েছেন
গতকাল চা পানের ছবিটি পোস্ট করে অনুরাগীদের ‘শুভ সকাল’ লিখেছেন ভাবনাভাবনা অভিনীত কয়েকটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়, শিগগিরই সিনেমাগুলো মুক্তির ঘোষণা আসার কথা