Thank you for trying Sticky AMP!!

দ্বিতীয় সপ্তাহে যেসব হলে ‘অপারেশন সুন্দরবন’

মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘অপারেশন সুন্দরবন’-এর হলসংখ্যা বাড়ল। ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৩৫ সিনেমা হলে মুক্তি পায় র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় নির্মিত ছবিটি। দ্বিতীয় সপ্তাহে আরও ১০টি হল বেড়ে ৪৫টি হলে প্রদর্শিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।
ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘“অপারেশন সুন্দরবন” মুক্তির পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক রিভিউ পাইনি। যাঁরা দেখেছেন, তাঁরা সবাই প্রশংসা করেছেন। দর্শকদের কাছে এক উপভোগ্য ছবি এটি।’

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

দ্বিতীয় সপ্তাহের হল তালিকা
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার-এসকেএস টাওয়ার মহাখালী, বিজয় সরণি, সনি স্কয়ার-মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (দোলাইরপাড়), বিডিআর (পিলখানা), সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), লায়ন সিনেমাস (কদমতলী, কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম),

সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), সেনা অডিটরিয়াম (নবীনগর), সত্যবর্তী (শেরপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (ময়মনসিংহ), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), তামান্না (সৈয়দপুর), মর্ডান (দিনাজপুর), বিজিবি (সিলেট), নবীন (মানিকগঞ্জ), তাজ (নওগাঁ), সাধনা (রাজবাড়ী), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর)।