দাম্পত্যে আছেন, ছিলেন, থাকবেন বা বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন—সবারই ছবিটি দেখা উচিত: জয়া আহসান

জয়া আহসান
ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা জয়া আহসানের ভক্ত-অনুসারীরা এর মধ্যে জেনে গেছেন, মে মাসের চতুর্থ সপ্তাহ তাঁদের প্রিয় অভিনয়শিল্পীর ব্যস্ততায় কেটেছে আবুধাবিতে। কোনো ছবির শুটিং কিংবা নতুন ছবির মুক্তি উপলক্ষে নয়, জয়া সেখানে যান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কারের (আইফা অ্যাওয়ার্ড) ২৩তম আসরে অতিথি হয়ে। আগে থেকেই ঠিক ছিল, ২ জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর নতুন চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’। আবুধাবি থেকে তাই ছুটে যান কলকাতায়। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি প্রথম আলোকে জানান, একটু পরেই ছবির প্রিমিয়ারে যাবেন। দর্শকের সঙ্গে বসে দেখবেন ‘অর্ধাঙ্গিনী’।

গতকাল মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি। এ ছবি সম্পর্কে প্রথম আলোকে জয়া জানিয়েছিলেন ২০১৯ সালের মে মাসে।

আইফা অনুষ্ঠানে জয়া আহসান

শুটিং শুরু হয়েছিল করোনা মহামারির আগে। একটা সময় মহামারির কারণে কাজ থেমে ছিল। করোনায় কলকাতায় জয়ার যে কটি ছবির কাজ আটকে ছিল, এটিও তার একটি। অবশেষে ছবিটি মুক্তি পাওয়ায় আনন্দিত জয়া।

মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে মুখ্য চরিত্রে জয়া আহসানের সঙ্গে পর্দা ভাগ করেছেন চূর্ণি গাঙ্গুলি। দুটি শক্তিশালী নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়ে গেছে ছবির গল্প, জানালেন জয়া। তা ছাড়া অম্বরিশ ভট্টাচার্য ও পুরব শীল আচার্য আছেন এই ছবিতে। পুরব সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে। জয়া বললেন, ‘এ ছবি সেই অর্থে সাবেক ও বর্তমানের গল্প নয়। কৌশিক গাঙ্গুলী সেই পুরোনো প্রেম, বিবাদ এসবই দেখিয়েছেন—তবে অন্য রকম একটা উপস্থাপন। আমার মনে হয়, যাঁরা দাম্পত্যে আছেন, দাম্পত্যে ছিলেন, দাম্পত্যে থাকবেন বা বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন—তাঁদের সবারই ছবিটি দেখা উচিত।’

প্রসঙ্গত কৌশিক গাঙ্গুলীর সঙ্গে জয়া প্রথম অভিনয় করেন ‘বিজয়া’ ছবিতে। এরপর ‘বিসর্জন’-এ অভিনয় করেও প্রশংসিত হন তিনি। অর্ধাঙ্গিনী তাঁদের তৃতীয় চলচ্চিত্র।

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া আহসান

তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বললেন, ‘কৌশিক গাঙ্গুলী আমাকে খুব সুন্দর দুটি মাইলস্টোন চরিত্র দিয়েছেন, পদ্মা বিশেষ করে। ‘অর্ধাঙ্গিনী’তে চূর্ণীদিও রয়েছেন। মানুষের মনস্তত্ত্ব ও চরিত্রের যে স্তর থাকে, সেগুলো পরিচালক এই ছবিতে দেখানোর চেষ্টা করেছেন। আপাতদৃষ্টে মনে হতে পারে, এটা ত্রিভুজ প্রেমের গল্প। কিন্তু তা নয়। দুই অর্ধাঙ্গিনীর একজন সাবেক, আরেকজন বর্তমান। তাদের ভেতর একজন তার অতীত নিয়ে দাঁড়িয়ে আছে, অতীতটা সব জানে। আরেকজন তার ভবিষ্যৎ ও বর্তমান—যে চরিত্রটি আমার। এখানে মূল বিষয়, অতীতকে ছেড়ে দিয়ে বর্তমান নয়। কৌশিকদার সঙ্গে কাজ বরাবরই অন্য রকম। ভীষণ ভালো লেখেন। সংবেদনশীল পরিচালক, সেখান থেকে আমারও শিল্পী হিসেবে উত্তরণ হয়। দর্শকেরও উত্তরণ ঘটে ছবি দেখতে গিয়ে, আমার তা–ই মনে হয়।’

মুক্তির আগে কয়েক দিন ধরে ছবিটির প্রচারে ব্যস্ত সময় পার করেছেন জয়া। পরিশ্রম দারুণভাবে সার্থক হয়েছে বলে মনে করছেন তিনি। কারণ, ছবিটি নিয়ে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। গতকাল সন্ধ্যায় প্রিমিয়ারে যাওয়ার প্রাক্কালে বললেন, ‘আমি প্রথমবার ছবিটি দেখব। যাঁরা দেখেছেন, এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি। সবাই বলছেন, সংবেদনশীল মানুষের ছবি। আমি বলব যে যাঁরা কৌশিক গাঙ্গুলীর ছবি ভালোবাসেন, আমার ও কৌশিকদার কাজ একসঙ্গে দেখতে ভালোবাসেন, তাঁদের সবারই এই ছবি দেখা উচিত।’

ছবির প্রচারে চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান

‘অর্ধাঙ্গিনী’তে জয়া আহসান অভিনয় করেছেন, বর্তমান স্ত্রী মেঘনা মুস্তাফি চরিত্রে আর সাবেক স্ত্রীর ভূমিকায় আছেন চূর্ণী গাঙ্গুলি। দুজনের পরিচয় বছর ছয়েক আগে হলেও এবারই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করলেন। ‘বিসর্জন’-এ জয়ার লুক সেট করেছিলেন পরিচালক ও অভিনয়শিল্পী চূর্ণী গাঙ্গুলি। ওই ছবিরই আউটডোর শুটিংয়ে তাঁদের বন্ধুত্ব হয়।

বাংলাদেশের জয়া কদিন আগে বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। ‘কড়ক সিং’ নামের সেই ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এই পরিচালক ও ছবির কয়েকজন মিলে আবুধাবিতে আইফার অতিথি হয়েছেন জয়া আহসান। প্রথম আলোকে তিনি বললেন, ‘আইফা টিম থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণপত্র পাঠায়। কিন্তু যেতে পারব কি না, তা নিশ্চিত ছিলাম না। বলেছিলাম, একা যাব না। আমার বোনকেও সঙ্গে নিতে হবে। আমার টিমকেও নিয়ে যেতে হবে। সব নিশ্চিত করলে রাজি হই। পরিচিতজনদের মধ্যে আমার হিন্দি ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী (আমরা টনিদা বলি), সানজানা সাঙ্ঘিও ছিলেন। পংকজ ত্রিপাঠি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আমাদের হিন্দি ছবির প্রযোজকের স্ত্রীও ছিলেন। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। বাংলাদেশের শিল্পী হিসেবে প্রতিটা পর্যায়ে সম্মান করেছে।’