অপু বিশ্বাস
অপু বিশ্বাস

হ্যালো...হ্যালো...নেট প্রবলেম, বুবলীর প্রসঙ্গ আসতেই অপু বিশ্বাস

গত মঙ্গলবার ঢাকাই ছবির নায়ক শাকিব খানের বাসায় জাঁকজমকভাবে ছেলে আব্রামের জন্মদিন পালন করেন অপু বিশ্বাস। পরদিন বিকেলে ভাই, ভাবি ও ছেলেকে নিয়ে কলকাতায় গেছেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস ভারতে যাওয়ার দুই দিন পরেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন শাকিব খান ও বুবলী। জানিয়েছেন, আড়াই বছর আগেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। শুক্রবার সকালে বুবলী ও শাকিবের ঘনিষ্ঠ সূত্র প্রথম আলোকে তাঁদের সন্তানের খবর নিশ্চিত করে। পরে শাকিব ও বুবলী তাঁদের ভেরিফায়েড ফেসবুকেও খবরটি সবাইকে জানিয়েছেন।

স্ট্যাটাসের একাংশে বুবলী লিখেছেন, ‘শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’এর প্রায় ২০ মিনিট পর বাবা হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁর ভেরিফায়েড পেজে শাকিব খানও খবরটি দেন।

শাকিব খান ও অপু বিশ্বাস

এদিকে পুরো ঘটনাটি নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তখন শাকিবের আরেক সন্তান আব্রাম খানের মা অপু বিশ্বাস কলকাতায়। গত বুধবার ভারতে যাওয়ার আগে অপু প্রথম আলোকে জানিয়েছিলেন, বাবা-মায়ের পিণ্ডি দিতে কলকাতায় যাচ্ছেন তিনি।
বুবলী ও শাকিবের সন্তানের খবর প্রকাশ্যে আসার পর গত শুক্রবার অপুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অপু বিশ্বাস

নিজের ফেসবুকেও কোনো পোস্ট করেননি অভিনেত্রী। শুক্রবারই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন, ফেসবুক—কোথাও পাওয়া যায়নি তাঁকে। অবশেষে শনিবার দুপুরে পুনরায় ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ হয় অপুর সঙ্গে।

আলাপের শুরুতেই ব্যস্ততার কথা বলে ফোন রেখে দিতে চান, ‘অনেক ব্যস্ত সময় কাটছে। সঙ্গে অনেক মানুষ।’ আলাপের একপর্যায়ে বুবলীর প্রসঙ্গে তুলতেই, ‘হ্যালো...হ্যালো...নেট প্রবলেম’ বলে কল কেটে দেন অপু বিশ্বাস। এরপর অনেকবার চেষ্টা করা হলেও ফোন বা ফেসবুক মেসেঞ্জারে তাঁকে পাওয়া যায়নি। কল রিসিভ করেননি অপু বিশ্বাস।

আব্রাম খানকে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: প্রথম আলো