শাকিব খান ও ইধিকা পাল। ছবি: ফেসবুক থেকে
শাকিব খান ও ইধিকা পাল। ছবি: ফেসবুক থেকে

‘চাঁদ মামা, চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে

শাকিব খান অভিনীত, ‘প্রিয়তমা’,‘রাজকুমার’ ও ‘তুফান’–এর পর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সিনেমা প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এবারের ঈদের ছবি ‘বরবাদ’।

ঈদের দিন থেকে মধুবনে মুক্তি পাওয়া সিনেমা বরবাদের প্রথম দুদিন সব কটি শো ‘হাউজফুল’ যাচ্ছে। প্রতিটি শোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সিনেমার অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক।
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, এর আগে মধুবনে অগ্রিম সব টিকিট বিক্রির ক্ষেত্রে রেকর্ড গড়ে ‘হাওয়া’, ‘পরাণ’,  ‘প্রিয়তমা, ও ‘রাজকুমার’ ছবি। সর্বশেষ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। এরপর দীর্ঘ সময় দর্শক–খরায় প্রায় বন্ধ ছিল মধুবন সিনেপ্লেক্স; কিন্তু এবারের ঈদের দিন মুক্তি পাওয়া মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ ছবিটি সাড়া ফেলেছে। ঈদের দিন এবং আজ মঙ্গলবার সব ‘শো’তে  সিঙ্গেল স্ক্রিনের ৩৩৬ আসনের এ প্রেক্ষাগৃহে ‘হাউজফুল’ ঝুলছে। প্রতিদিন চারটি করে শোর বেশির ভাগ টিকিট এক দিন আগেই ফুরিয়ে গেছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটি শোর সব টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি শোতে ছিল নারী দর্শক ও তরুণ-তরুণীর চোখে পড়ার মতো ভিড়।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, ঈদের দিন ও পরদিন সব শো 'হাউজফুল' যাচ্ছে। আগামীকাল বুধবার পর্যন্ত সব শোতে ৯০ শতাংশ  অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

‘বরবাদ’–এ যীশু। ভিডিও থেকে

৩০০ টাকা মূল্যের ‘গোল্ড’ আসনের টিকিটের জন্য সবচেয়ে বেশি হাহাকার পড়েছে। যত দিন যাচ্ছে, দর্শকের চাপ তত বাড়ছে। আশপাশে বিভিন্ন জেলা থেকে শত শত দর্শক ছবি দেখতে আসছেন। দর্শকের অনুরোধে মঙ্গলবার থেকে রাত ১২টায় ‘বিশেষ শো’ দিতে হয়েছে।  
ঈদের দিনে বেলা তিনটায় ও ছয়টায় সন্ধ্যার শোতে মধুবন সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে গিয়ে দেখা যায়, প্রেক্ষাগৃহের সামনে দর্শকের ভিড়। দল বেঁধে ‘বরবাদ’ দেখতে এসেছেন অনেকে। শো শুরুর আগে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে অনেকে বুকিং দেওয়া টিকিট সংগ্রহ করছেন। রীতিমতো উৎসবমুখর পরিবেশ। শো শেষে অনেক দর্শক ‘বরবাদ’ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। অনেকে সেই ছবি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন। ‘চাঁদ মামা, চাঁদ মামা’ গান গাইতে গাইতে বাড়ি ফিরতে দেখা যায় অনেক তরুণকে।

ঈদের দিন এবং ঈদের পরদিন বেলা তিনটায় ও সন্ধ্যা ছয়টায় টিকিট বিক্রি শুরুর পর কাউন্টারে ‘বরবাদ' ছবির টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েন দর্শক। মুহূর্তেই ফুরিয়ে যায় ৩৩৬আসনের সিনেপ্লেক্সের প্রথম দুই দিনের দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের  প্রদর্শনীর সব টিকিট। ঈদের তৃতীয় দিন পড়ন্ত দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের সব শোয়ের টিকিট শেষ হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির একজন কর্মী। শিক্ষার্থী ও তরুণেরা দলে দলে আসছেন অগ্রিম টিকিট কিনতে। কাঙ্ক্ষিত শোয়ের টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরেও গেছেন।

ঈদের দিন থেকে মধুবনে মুক্তি পাওয়া সিনেমা বরবাদের প্রথম দুদিন সব কটি শো ‘হাউজফুল’ যাচ্ছে

ঈদের দিনে বিকেল ও সন্ধ্যার  প্রদর্শনী শেষে কথা হয় বেশ কয়েকজন দর্শকের সঙ্গে। বিকেলের শো শেষে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া ফাহিম হাসান নামের একজন তরুণ দর্শক বলেন, ‘বরবাদ’–এ অন্য এক শাকিব খানকে দেখলাম। দুর্দান্ত অ্যাকশন, মারপিট ও বিনোদনে ভরপুর সিনেমাটি।’
বন্ধুদের সঙ্গে বিকেলের শো দেখতে এসেছিলেন জলেশ্বরীতলা এলাকার কলেজছাত্র নিয়ামূল তূর্য (২২)। নিজেকে শাকিব ভক্ত দাবি করে এই দর্শক বলেন, ‘শাকিব খান অভিনীত কোনো ছবি মিস করি না। সাম্প্রতিক সময়ে নিজেকে ভেঙে প্রতিটি ছবিতে ভিন্ন এক শাকিব খানকে দর্শকের কাছে উপস্থাপন করেছেন এ জননন্দিত নায়ক। ‘প্রিয়তমা’র শাকিব খানকে ‘রাজকুমার’–এ দেখা গেছে অন্য এক লুকে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর শাকিব খান নিজেকে পাল্টে গত বছর ‘তুফান’–এ ধরা দিয়েছেন অ্যাকশন হিরো হয়ে। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’–এ শাকিব খান অন্য রকম এক অ্যাকশন হিরো হিসেবে দর্শকের কাছে হাজির হয়েছেন।

শিক্ষার্থী ও তরুণেরা দলে দলে আসছেন অগ্রিম টিকিট কিনতে

বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে আসা শবনম জুলিয়া (২৩) বলেন, ‘‘‘প্রিয়তমা’’ ও ‘‘রাজকুমার’’–এর পর ‘‘বরবাদ’’ সিনেমাটি দেখতে এসেছিলাম। ভালো লেগেছে সিনেমাটি।  ‘‘চাঁদ মামা, চাঁদ মামা’’ আইটেম গানে শাকিব খানের সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান দুর্দান্ত নেচেছেন।’
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন এবং পরের দিন আটটি প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়েছে। দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের সব শো যাচ্ছে  হাউসফুল। প্রতিটি শোতে অগ্রিম টিকিট বিক্রির চাপ দেখে মনে হচ্ছে, আগামী বেশ কয়েক দিন দর্শকের জোয়ার অব্যাহত থাকবে।’
মুক্তির আগেই বরবাদ ছবির ‘চাঁদ মামা, চাঁদ মামা’ গানটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দোলা। ছবি মুক্তির পর গানটি এখন অনেকের মুখে মুখে।
‘বরবাদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার ও ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ।

‘বরবাদ’–এ শাকিব খান। ভিডিও থেকে