Thank you for trying Sticky AMP!!

চীনে সাংস্কৃতিক সভায় রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এবং সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে এশিয়ার ঐতিহ্যবাহী পরিবেশনা শিল্পকলা নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। সেখানে এশিয়ায় ঐতিহ্যবাহী পরিবেশনা শিল্পকলার বিকাশ, সংকট ও সংরক্ষণ নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চীন, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, গ্রিস, হংকং, জাপান ও তুরস্ক থেকে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সেখানে রামেন্দু মজুমদার বাংলাদেশের প্রধান কয়েকটি পরিবেশনা শিল্পকলার সংক্ষিপ্ত পরিচিতি এবং এর বর্তমান অবস্থা তুলে ধরেন। এসব শিল্পমাধ্যমকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য এই মাধ্যমের শিল্পীদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় এশিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী পরিবেশনা শিল্পকলা সংরক্ষণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি অনুষ্ঠিত হয় গত ১৭ থেকে ২০ জানুয়ারি চীনের সাংহাইতে।