Thank you for trying Sticky AMP!!

পুতুলনাট্য দিবসে বর্ণিল আয়োজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উদ্‌যাপিত হলো জাতীয় পুতুলনাট্য উৎসব-২০২৩। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় এ উৎসবের মূল আয়োজন।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার এবং বাংলাদেশের পুতুলনাট্য উন্নয়ন ও গবেষণাকেন্দ্র পুতুলনাট্য প্রদর্শনী
আলোচনা পর্বের পর এই অনুষ্ঠানে গুণী পুতুলনাট্যশিল্পী কাজলী বেগমকে সম্মাননা দেওয়া হয়
সম্মানিত গুণী শিল্পী অধ্যাপক রশীদ হারুন
গুণী পুতুলনাট্যশিল্পী ভানু চন্দ্র বর্মনকে সম্মাননা দেওয়া হয়
বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষে উদ্‌যাপিত হয়েছে এই উৎসব
বিশ্ব পুতুলনাট্যশিল্পের সঙ্গে দেশের সব পুতুলনাট্যশিল্পী ও সংগঠনকে সম্পৃক্ত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটিকে বিশেষ আয়োজনে উদ্‌যাপন করে আসছে
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় এ উৎসবের মূল আয়োজন
জাতীয় পুতুলনাট্য উৎসবে একটি পরিবেশনা
সম্মাননা গ্রহণ করছেন কিরীটি রঞ্জন বিশ্বাস
বিকেলে বের হয় শোভাযাত্রা
আয়োজন করা হয় কর্মশালা
এই উৎসবের নানা কর্মসূচির মধ্যে ছিল স্কুল পর্যায়ে পুতুলনাট্য প্রদর্শনী