তোমার অভাব প্রতিমুহূর্তে অনুভব করি...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী অপু বিশ্বাস, নাজনীন নীহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
পাঁচ বছর আগে আজকের এই দিনে নায়িকা অপু বিশ্বাস মাকে হারিয়েছিলেন। তিনি মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’
ছবি: ফেসবুক
গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লাল বেনারসি’ গানটি হিট হওয়ার পর সবাই আমাকে কাজী মিল্টন খন্দকার নামে ডাকা শুরু করল। বিবাহ, বেনারসি, পালকি দিয়ে গান বানানোর হিড়িক পড়ে তখন। আমি এত বেশি লিখেছিলাম, তাই আমার এই পদ-পদবি বদলে যাওয়া। শুরুর গানটা গেয়েছিল ছোট ভাই এস ডি রুবেল। আজ তার জন্মদিন।’
সময়ের আলোচিত জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। আজ জোভানের জন্মদিনে নীহা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রথম সহ-অভিনেতা জোভান। আপনার সাফল্য কামনা করি।’
‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘তোমাকে দেখলে আমি আমার চরিত্র ঠিক রাখতে পারি না, লোভের আরেক নাম যেন তুমি। তোমাকে পাওয়াই আমার একমাত্র নেশা, কিন্তু তোমাকে পাওয়ার পরে আমি আবার এই নেশায় আসক্ত হতে পারি।’
গায়ক জয় শাহরিয়ার নতুন একটা গান প্রকাশ করে লিখেছেন, ‘ভালোবাসা ভুলে যেতে একটুও বাধেনি তোমার, তোমাকে ভুলতে আরেকটু সময় লাগবে আমার...’