প্রথমবারের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য কাজ করলেন সামিরা খান মাহি। ওভার ট্রাম নামের এই কাজের জন্য এক মাস অন্য কোনো কাজই করেননি তরুণ এই অভিনয়শিল্পী। মাসখানেক বিরতির পর নতুন করে আবার নাটকের শুটিং শুরু করলেন।

ফেসবুকে পোস্ট করা স্থিরচিত্র দেখে তো মনে হয় ব্রাজিলের সমর্থক। মন নিশ্চয় অনেক খারাপ?
কিছুই তো বলার নেই। টাইব্রেকারে গিয়ে হেরেছে আমার দল। টাইব্রেকার অনেকটা ভাগ্যও বলা চলে। তাই কষ্টটা বেশি লেগেছে। খেলার সময় তো প্রেশার হাই হয়ে যাচ্ছিল। মানসিক চাপ কমার জন্য ওষুধ খেয়েছি। খেলা দেখেছি বন্ধুরা মিলে। ব্রাজিলের হারে কষ্ট পেয়েছি ঠিকই, পরে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচও দেখছি।
নেইমার যখন কাঁদছিল...
এটা সত্যিই হৃদয়বিদারক। পুরোটা সময় বেশ চাপে ছিলাম। প্রথম গোল দেওয়ার পর ভেবেছিলাম, এই যাত্রায় বুঝি পার পেয়ে গেছি। কিন্তু শেষ হওয়ার আগে যখন ড্র হয়ে গেল, তখন খুবই মর্মাহত হয়েছি।
দ্বিতীয় কোনো প্রিয় দল কি আছে?
সত্যি কথা বলতে, মেসিকে আমার ভালো লাগে। ওর খেলার স্টাইল সব সময় মুগ্ধ করে। তবে যেহেতু ব্রাজিল বিদায় নিয়েছে, তাই আমার সেকেন্ড ফেবারিট ফ্রান্স। ওই দলের মধ্যে এমবাপ্পের খেলাও বেশ ভালো লাগে। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোও আমার প্রিয় খেলোয়াড়।
ছোটবেলায় কোনো খেলাধুলা করতেন?
ছোটবেলায় আমি টমবয় টাইপ ছিলাম। বাবা সরকারি চাকরি করতেন। তখন বাবার পোস্টিং ছিল দিরাই। মনে পড়ছে, দিরাইয়ে যেখানে থাকতাম, ছোটবেলায় গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে গিয়ে ফুটবল খেলতাম। দুপুরের খাবারের পর আম্মু ঘুমিয়ে গেলে মাঠে ছেলেদের সঙ্গে ফুটবল খেলতাম। এই ফুটবল খেলার জন্য কত মার যে খেয়েছি।
ফুটবল ছাড়া আর কোনো খেলা?
ব্যাডমিন্টন আমার অনেক প্রিয় খেলা। যখন স্কুলে পড়তাম, তখন খেলতাম। আন্তস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রথমও হয়েছি। কদিন আগে বেজক্যাম্পে গিয়েছিলাম, সেখানেও ব্যাডমিন্টন খেলেছি। তবে ক্রিকেট কখনো ওভাবে খেলিনি। কিন্তু আমাদের দেশ যেহেতু ক্রিকেটে ভালো অবস্থানে আছে, দেখতে ভালোই লাগে।
গ্যালারিতে বসে খেলা দেখা হয়েছে?
মাঠে বসে ক্রিকেট খেলা দেখেছি। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ ছিল। কিন্তু গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখা হয়নি। আগামী বিশ্বকাপ ফুটবল মাঠে বসে দেখার ইচ্ছা আছে। আগামীবার তো যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হবে—যদি বেঁচে থাকি, সুস্থ থাকি ও সামর্থ্য থাকে, তবে অবশ্যই যুক্তরাষ্ট্রে খেলা দেখতে যাব।
অভিনয়ের মানুষ এখন আপনি। অভিনয়ের খবর বলুন?
মধ্যে চরকির একটা কাজ করেছি। নাম ওভার ট্রাম। পরিচালক বাসার জার্সিস। এই কাজের জন্য অনেক দিন মহড়া করেছি। এক মাস সময় দিয়েছি। চঞ্চল চৌধুরীর মতো বড় মাপের অভিনয়শিল্পীকে সহশিল্পী হিসেবে পেয়েছি। এক মাস বিরতির পর আজ (শনিবার) একটি খণ্ডনাটকের শুটিং করছি। তরুণ পরিচালক আরমান রহমান তিন বছর ধরে এটির স্ক্রিপ্ট লিখেছেন। খুব মজার একটা গল্প। ‘নুর নাহার হল’ নামের নাটকটি অনেক বড় আয়োজনে বানানো হচ্ছে।