মায়ের সঙ্গে প্রতিজ্ঞা

মার্কিন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো
মার্কিন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো

১২ বছর বয়সে মস্ত একটা প্রতিজ্ঞা করেছিলেন মার্কিন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো। মায়ের সঙ্গে প্রতিজ্ঞা। চিত্রনাট্যকার হলে মাকে এক পয়সাও দেবেন না। বলে কি! মায়ের সঙ্গে এমন প্রতিজ্ঞা? আর এখনো সেটি ধরে রেখেছেন? হ্যাঁ, ধরে রেখেছেন! তাই বলে মাকে কোনো কষ্ট দেননি। ভিন্নভাবে ঠিকই মাকে সাহায্য করেছেন এই নির্মাতা।
দ্য মোমেন্ট নামের একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থাপক ব্র্যায়ান কাপলম্যানের কাছে এত বছর আগের সেই প্রতিজ্ঞার কথা বললেন ওয়ানস আপন আ টাইম ইন হলিউডখ্যাত পরিচালক। স্কুলজীবনে ফিরে গেলেন ৫৮ বছর বয়সী টারান্টিনো।

১২ বছর বয়সে মস্ত একটা প্রতিজ্ঞা করেছিলেন মার্কিন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো

ঘটনা হচ্ছে, স্কুল হোমওয়ার্কে একটি চিত্রনাট্য লিখেছিলেন টারান্টিনো! টারান্টিনোর ভাষায়, ‘এহেন কাজ করায় শিক্ষকেরা মনে করলেন আমি তাঁদের বিরুদ্ধাচরণ করেছি।’ আর টারান্টিনোর পড়াশোনা নিয়ে আগে থেকেই খাপ্পা ছিলেন তাঁর মা। এই কথা শুনে আরও খেপে যান। টারান্টিনোকে এক গাদা কথা শুনিয়ে দেন, ‘আচ্ছা, এই তাহলে তোমার ছোট্ট লেখালেখির পেশা।’ এরপর দুই আঙুল তুলে চূড়ান্ত রায় দিলেন, ‘আজ থেকে এসব একেবারে বন্ধ।’

বিশ্বজোড়া তাঁর খ্যাতি

জবাবে মায়ের মুখের ওপর ছোট্ট টারান্টিনো বলে দেন, ‘ঠিক আছে, আমি যখন সফল লেখক হব, আমার থেকে একটা পয়সাও তুমি পাবে না। তোমার জন্য কোনো ঘর থাকবে না। তোমার জন্য ভ্রমণেরও কোনো সুযোগ থাকবে না। থাকবে না কোনো ক্যাডিলাক গাড়ি। কিছুই তুমি পাবে না। কারণ, তুমি আমাকে এভাবে বলেছ।’

কান চলচ্চিত্র উত্সবে কুয়েন্টিন টারান্টিনো-উমা থারম্যান

সেই পুঁচকে ছোকরা একদিন নামকরা পরিচালক হবেন কে জানত? বিশ্বজোড়া তাঁর খ্যাতি। উপস্থাপক কাপলম্যান টারান্টিনোকে জিজ্ঞেস করেন, সত্যিই কি এই প্রতিজ্ঞা ধরে রেখেছেন। টারান্টিনো জানান, হ্যাঁ। তবে একটু অন্যভাবে। কী রকম? টারান্টিনো জানান, মাকে অন্যভাবে সাহায্য করছেন, তবে এখনো কোনো ক্যাডিলাক কিংবা বাড়ি তাঁর মা পাননি।