
জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি, এমা স্টোন, ডোয়াইন জনসন, অ্যাডাম স্যান্ডলার ও ইদ্রিস এলবা—প্রথম সারির সব হলিউড তারকা এবার হাজির হচ্ছেন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গতকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ৮২তম আসরের তারকাবহুল লাইনআপ ঘোষণা করা হয়।
দুই বছর আগে ‘পুওর থিংস’ দিয়ে ভেনিস মাতানো পরিচালক ইয়োর্গস লান্থিমোস ও অভিনেত্রী এমা স্টোন এবার ফিরছেন ‘বাগোনিয়া’ নিয়ে। এটি দক্ষিণ কোরীয় সাই-ফাই কমেডি ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট!’-এর ইংরেজি রিমেক।
এবারের উৎসবে স্বর্ণসিংহের জন্য লড়বে ২১টি ছবি। জর্জ ক্লুনি অভিনীত নোয়া বামব্যাক পরিচালিত জে কেলিও জায়াগা পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক বিখ্যাত অভিনেতার চরিত্রে—দীর্ঘদিনের ম্যানেজারকে নিয়ে যিনি ইউরোপে সফরে বের হন। স্বর্ণসিংহের লড়াইয়ের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’–কেও। যেখানে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকায় অস্কার আইজ্যাক আর দানবের চরিত্রে আছেন জ্যাকব এলর্ডি।
বেনি সাফদির স্পোর্টস ড্রামা ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ মিক্স মার্শাল আর্ট ফাইটারের চরিত্রে দেখা যাবে ডোয়াইন জনসনকে, তাঁর স্ত্রীর ভূমিকায় আছেন এমিলি ব্লান্ট। প্রতিযোগিতায় আরও থাকছে ক্যাথরিন বিগেলোর ‘আ হাউস অব ডায়নামাইট’—এটি যুক্তরাষ্ট্রে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে তৈরি এক রাজনৈতিক থ্রিলার। সিনেমায় দেখা যাবে ইদ্রিস এলবা ও রেবেকা ফার্গুসনকে। জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’-এ আছেন কেট ব্লানচেট ও অ্যাডাম ড্রাইভার। আরও থাকছে দক্ষিণ কোরীয় নির্মাতা পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’, ফ্রঁসোয়া ওজুর ‘দ্য স্ট্রেঞ্জার’।
এবারের আসরের অন্যতম আলোচিত ছবি হতে পারে কাওথের বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন। আগামী ২৭ আগস্ট শুরু হবে ভেনিস উৎসব, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।