আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। মেট গালার আসরে আর কারা ছিলেন? বিবিসি, ভোগ অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—