মেট গালায় শাহরুখ। রয়টার্স
মেট গালায় শাহরুখ। রয়টার্স

শাহরুখ থেকে রিয়ানা, মেট গালায় আলো ছড়ালেন কারা

আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। মেট গালার আসরে আর কারা ছিলেন? বিবিসি, ভোগ অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মেট গালার আসরেই প্রথমবারের মতো জানা গেল, গায়িকা রয়েছেন তৃতীয় সন্তানের অপেক্ষায়। বেবি বাম্প নিয়ে মেট গালায় রিয়ানা—এমন খবরে অন্তর্জালে ঝড় উঠতে সময় লাগেনি। রিয়ানা এসেছিলেন আপদমস্তক কালো পোশাকে
রিয়ানার সঙ্গী অ্যাসাপ রকিও এসেছিলেন কালো পোশাকে। স্টাইলিশ লুকে ধরা দেন এই র‍্যাপার
ডেমি মুরও এসেছিলেন আকর্ষণীয় সাজে
গত বছরের সবেচেয়ে আলোচিত গায়িকাদের একজন চ্যাপেল রোন। এ গায়িকাও আলো ছড়িয়েছেন মেট গালায়
এবার প্রথম মেট গালায় পাওয়া যায় বলিউড তারকা শাহরুখ খানকে। শাহরুখ এসেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে
এসেছিলেন কার্দাশিয়ান পরিবারের আরেক সদস্য কাইলি জেনারও
হালের আরেক তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টারও ছিলেন মেট গালায়
মেট গালায় আলোচিত ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স
আলোচিত তরুণ অভিনেত্রী জেনডায়া এসেছিলেন সাদা পোশাকে
হাজির ছিলেন ব্ল্যাকপিংক গায়িকা লিসাও
মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি আছেন প্রথম সন্তানের অপেক্ষায়। মেট গালায় বেবিবাম্প নিয়ে তাঁর উপস্থিতি সাড়া ফেলেছে অন্তর্জালে