
ছোটবেলা থেকেই ছিলেন সিনেমার পোকা। স্কুল পালিয়ে হরহামেশাই সিনেমা দেখতেন। ১৩ বছর বয়সে বাবার কিনে দেওয়া ক্যামেরা সেই নেশা আরও উসকে দিয়েছিল, সন্দেহ নেই। হচ্ছিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা স্ট্যানলি কুবরিকের কথা। আজ এ নির্মাতার জন্মদিন। এ উপলক্ষে আইএমডিবি অবলম্বনে জেনে নেওয়া যাক কুবরিক সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য: