
বিবিসির মিনি সিরিজ ‘নরমাল পিপল’-এ অভিনয় করেন ডেইজি এগার-জোন্স। ২০১৬ সালে অভিনয় শুরু করলেও ২০২০ সালের ‘নরমাল পিপল’ দিয়েই খ্যাতি পান এই ব্রিটিশ অভিনেত্রী। কোভিডের কারণে বিশ্বজুড়ে চলা লকডাউনের কারণে তখন সিরিজটি দর্শক আগ্রহ নিয়ে দেখছিলেন। এ জন্য অনেক গণমাধ্যম তাঁকে ‘লকডাউন তারকা’ও আখ্যা দেয়।
সিরিজে অভিনয়ের জন্য বাফটা ও গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর মনোনয়নও পান। এর পর থেকেই একের পর এক সিনেমা ও সিরিজের প্রস্তাব আসতে থাকে ডেইজির কাছে। সম্প্রতি তিনি আলোচনায় তাঁর নতুন ছবি ‘হয়ার দ্য ক্রড্যাডস সিং’ দিয়ে।
দিন কয়েক আগে অভিনেত্রী হাজির হয়েছিলেন চলতি বছরের লোকার্নো চলচ্চিত্র উৎসবে। সেখানে নতুন ছবি ও রাতারাতি পাওয়া তারকাখ্যাতি নিয়ে কথা বলেছেন তিনি। ভ্যারাইটিকে এগার-জোন্স বলেন, ‘এটা (তারকাখ্যাতি) মহামারির সময়ে ঘটে যাওয়া অদ্ভুত একটা ব্যাপার। যে ঘটনা চিরদিনের জন্য আমার সঙ্গে মিশে থাকবে। সত্যি বলতে, আমার জীবন বদলায়নি। এ বছর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, জুমের বদলে সশরীর নিজের কাজগুলো নিয়ে প্রচারে নামতে পারছি।’
অলিভিয়া নিউম্যান পরিচালিত নতুন ছবি ‘হয়ার দ্য ক্রড্যাডস সিং’ তৈরি হয়েছে ডেলিয়া ওয়েন্সের একই নামের উপন্যাস অবলম্বনে। ১৯৫০–এর দশকের প্রেক্ষাপটে নির্মিত মিস্ট্রি থ্রিলার ঘরানার ছবিটিতে কায়া চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটা বড় বাজেটের সুপারহিরো ছবি নয়। এমন ধরনের ছবি, যা আমি করতে চাই। নারীকেন্দ্রিক, চরিত্রনির্ভর কাজ, যেখানে নিজের অভিনয়দক্ষতা দেখানোর সুযোগ আছে। সবচেয়ে ভালো হয় নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনায় একেবারে আলাদা ধরনের চরিত্র পেলে। আমি যেমন খল চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
মাত্র ছয় বছরের ক্যারিয়ার ডেইজি এগার-জোন্সের। এর মধ্যেই তাঁর কাজের প্রক্রিয়া কী হবে, সেটাও ঠিক করে নিয়েছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজ নিয়ে সবচেয়ে ভালো যে পরামর্শ আমি পেয়েছি, “কাজকে সিরিয়াসলি নাও কিন্তু সেটা হালকাভাবে করো।” আমি এটা খুব মেনে চলি। চেষ্টা করি মজা করে কাজটা করার। এ ছাড়া নিজেকে বদলে নিতে সব সময় তৈরি থাকি। কারণ, আপনি যদি উদার না হন, তাহলে অন্য অভিনয়শিল্পীর দেওয়া পরামর্শ গ্রহণ করতে পারবেন না, করলেও সেটা ভালোভাবে নেবেন না।’ ‘হয়ার দ্য ক্রড্যাডস সিং’ ছাড়াও চলতি বছর মুক্তি পাওয়া আরেক ছবি ‘ফ্রেশ’-এর জন্যও সমালোচকদের প্রশংসাও পেয়েছেন তিনি। এ ছাড়া মিনি সিরিজ ‘আন্ডার দ্য ব্যানার অব হেভেন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।